Lenovo লঞ্চ করে দিল Ideapad Slim 5 Pro ল্যাপটপ, জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

ভারতের বাজারে Lenovo লঞ্চ করে দিল তাদের Ideapad সিরিজ এর নতুন ল্যাপটপ Ideapad Slim 5 Pro। এই ল্যাপটপটি আপনি পাবেন 11 Generation এর Intel ও Ryzen-এর প্রসেসরের ওপর ভিত্তি করে। চলুন দেখে নেওয়া যাক এর দাম ও স্পেসিফিকেশন স সমস্ত কিছু। 

Ideapad Slim 5 Pro স্পেসিফিকেশন্স

ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে আপনি এই ল্যাপটপটি পাবেন দুটি ভেরিয়েন্টে- 14 ইঞ্চি ও 16 ইঞ্চি। 14 ইঞ্চি ভেরিয়েন্টে পাওয়া যাবে 2.2K IPS LCD প্যানেল। আর 16 ইঞ্চিতে পাওয়া যাবে WQXGA IPS প্যানেল। এই দুটি ভেরিয়েন্ট এই আপনি পেয়ে যাবেন 16:10 Aspect Ratio। থাকছে Narrow Bezels। একই সাথে পেয়ে যাবেন 100 পারসেন্ট RGB Colour Gamut।

জেনেনিন : সাবধান! Gmail ব্যবহার করেন? এইভাবে লুটে নেওয়া হচ্ছে টাকা, সচেতন হয়ে যান এক্ষুনি

প্রসেসর হিসেবে আপনি এর মধ্যে পেয়ে যাবেন Intel i5 ও i7 এবং AMD তরফ থেকে আপনি পাবেন Ryzen 5 এবং Ryzen 7। স্টোরেজের দিক দিয়ে পাওয়া যাবে 512GB SSD এবং RAM থাকছে 16GB পর্যন্ত। আর এটি DDR4 RAM। Battery-র দিক দিয়ে আপনি পেয়ে যাবেন দুটি মডেল। হাইয়ার মডেলে আপনি পেয়ে যাবেন 75Wh এর Battery আর লোয়ার মডেলে পাওয়া যাবে 56.5 Wh এর ব্যাটারি। 

গ্রাফিক্সের দিক থেকে আপনি পেয়ে যাবেন তিনটি অপশন  Nvidia GeForce, Intel Iris XE এবং AMD Radeon। এছাড়াও এর মধ্যে পেয়ে যাবেন Microsoft Cortana ও Alexa-র সুবিধা।

কত দাম রাখা হয়েছে এই ল্যাপটপের? 

এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে 77,990 টাকা থেকে। কেমন লাগলো এই ল্যাপটপের স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।