বহু প্রতিক্ষার পর অবশেষে লঞ্চ করে দেওয়া হয়েছে Money Heist Season 5। আপাতত এই সিজনের পাঁচটা এপিসোড লঞ্চ করে দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে Volume 1। Volume 2 লঞ্চ করা হবে আগামী ডিসেম্বর মাসের 3 তারিখে। আর বরাবরের মতই এই ওয়েব সিরিজ নিয়ে উত্তেজনা তুঙ্গে। আপনি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ।
আর আপনি যদি এই সিরিজের লাভার হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনার জন্য সুখবর নিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপ অতিসম্প্রতি লঞ্চ করে দিয়েছে এই Sticker Heist এর নামে এক স্টিকার প্যাক। যেখানে আপনি আপনার প্রিয় হাইস্ট ক্যারেক্টার পেয়ে যাবেন। আর আপনার প্রিয়জনকে সেই স্টিকার পাঠাতে পারবেন খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি হোয়াটস্যাপ এর এই নতুন মানি হাইস্ট স্টিকার প্যাক টিকে ব্যবহার করতে পারবেন।
কিভাবে Money Heist Sticker প্যাক Download করবেন
Money Heist স্টিকার প্যাক টিকে ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আপডেট করে নিন। তারপর সেটিকে ওপেন করে নিন এবং যেকোনো একটি চ্যাট খুলুন। তার মধ্যে গিয়ে নিচে স্টিকার (Sticker) অপশনে ট্যাপ করুন।
তারপরে যে নতুন অপশন গুলো আসবে তার মধ্যে একটা প্লাস (+) আইকন দেখানো হবে। সেই আইকনটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ স্টিকার স্টোরে নিয়ে চলে যাওয়া হবে আপনাকে। সেখানে প্রথমেই স্টিকার হেইস্ট (Sticker Heist) নামে স্টিকার প্যাকটি দেখতে পারবেন। তার উপর ট্যাপ করে আপনি ভিউ করেও নিতে পারবেন এই স্টিকার প্যাক এর বিভিন্ন স্টিকার গুলোকে।
জেনেনিন : সাবধান! Gmail ব্যবহার করেন? এইভাবে লুটে নেওয়া হচ্ছে টাকা, সচেতন হয়ে যান এক্ষুনি
তারপর ডাউনলোড (Download) অপশনে ট্যাপ করুন। অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই স্টিকার গুলি। এবং পরবর্তীকালে এই স্টিকার গুলো আপনার হোয়াটসঅ্যাপের স্টিকারের সাথে এড হয়ে যাবে। ব্যাস এইটুকুই। এবার আপনি আপনার প্রয়োজন মত এই স্টিকার গুলি ব্যবহার করুন।
Money Heist-এর লেটেস্ট এপিসোড আপনি কি দেখেছেন? কেমন লাগলো তা আপনার? জানাতে ভুলবেন না।