অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েক দিনেই Google Play Store-এ 1 কোটি ডাউনলোড! চমকে দিল PUBG New State

PUBG New State

Pre-Registration শুরু হয়ে গিয়েছিল আগেই। শুধুমাত্র অক্টোবর মাসেই 40 মিলিয়ন এর উপর প্রি-রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছিল পাবজি নিউ স্টেট (PUBG New State)। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নভেম্বরের 11 তারিখে অ্যান্ড্রয়েড এবং iOS এই দুই প্ল্যাটফর্মের জন্যই লঞ্চ করে দেওয়া হয়েছিল। 

পরে সামান্য কিছু সমস্যা দেখা দিলে দু ঘন্টার জন্য লঞ্চ পোস্টপন্ড করে দেওয়ার পর পুনরায় লঞ্চ করা হয়। তারপর থেকে সবকিছু স্মুথলি চলছে। আর ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে আরও এক হতবাক করা নাম্বার ক্রস করে ফেলল পাবজির নিউ স্টেট।

অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েক দিনেই Google Play Store-এ 1 কোটি ডাউনলোড

লঞ্চের মাত্র কয়েক দিনের মধ্যেই এক কোটির বেশি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে পাবজি নিউ স্টেটের। অর্থাৎ 10 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট করে ফেলেছে পাবজি নিউ স্টেট গুগল প্লে স্টোরে। পাবজি নিউ স্টেট নিয়ে বহুদিন ধরেই ব্যাটেল রয়েল প্লেয়ারদের মধ্যে আগ্রহের কমতি ছিল না।

জেনেনিন : আপনার স্মার্টফোনের এই দুটি অ্যাপ্লিকেশনকে এখুনি আনইন্সটল করে দিন, নাহলে বিপদ! জানাচ্ছে Google

2051 সালে প্রেক্ষাপটে তৈরি এই গেমে সাধারণ পাবজি গেম এর তুলনায় বেশ কিছু জনপ্রিয় ফিচারস রয়েছে। যে ফিচারস গুলো আমাদের দুর্দান্ত গেমিংয়ের এক্সপেরিয়েন্স প্রদান করছে। তাই এই ডাউনলোডের এই নাম্বার ক্রস করে যাওয়াতে অবাক হচ্ছেন না অনেকেই। লঞ্চের আগেই অনেকেই Pre-Registration করেছিলেন। যাদের যাদের ডিভাইসে সাপোর্ট করেছে গেমটি অফিশিয়ালি লঞ্চের পরই অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে অনেক ডিভাইসে। তাই সমস্ত কিছু মিলিয়ে পাবজি নিউ স্টেটের সফল্যে রীতিমত খুশি ব্যাটেল রয়েল লাভাররা।

তবে এই গেমকে ব্যাকলাশও পেতে হয়েছে। অল্পসংখ্যক হলেও বেশ কিছু ইউজার অভিযোগ করেছেন এই গেমের মধ্যে বেশি মাত্রায় কনটেন্টের উপস্থিতি না থাকা। তবে সেই সমস্যার সমাধানও PUBG New State করে ফেলবে শীঘ্রই তা নিশ্চিত ভাবেই বলা যায়। আপনিও কি এই নতুন গেমটা খেলেছেন? কেমন লেগেছে আপনার এর গেমপ্লে এক্সপেরিয়েন্স? জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।