আপনার স্মার্টফোনের এই দুটি অ্যাপ্লিকেশনকে এখুনি আনইন্সটল করে দিন, নাহলে বিপদ! জানাচ্ছে Google

Malicious Apps Google Play Store
Uninstall these Two Malicious Apps from Your Smartphone

গুগল প্লে স্টোর (Google Play Store)-এর মধ্যে প্রায়ই নানান ক্ষতিকর ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া যায়। আর আমরা সঙ্গে সঙ্গে সচেতন করে দিই আপনাদের। এবার এমনই দুটো ক্ষতিকর অ্যাপ্লিকেশন সম্পর্কে খোঁজ দিল গুগল। আপনার স্মার্টফোনে এই এপ্লিকেশন গুলি ইন্সটল নেই তো? এক্ষুনি দেখে নিন এবং তারপর আনইন্সটল করে দিন। আর বাঁচুন এর থেকে আসা রকম বিপদ থেকে। 

আপনার স্মার্টফোন থেকে এই দুটো অ্যাপ্লিকেশনকে এখুনি আনইন্সটল করে দিন 

গুগল প্লে স্টোর এর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত ভাইরাসের উপস্থিতি প্রায় ধরে ফেলে গুগল। এবং তৎক্ষনাত এপ্লিকেশন গুলোকে রিমুভ করে দেওয়া হয় প্লে স্টোর থেকে। তার সাথে গুগল তাদের সকল ইউজারদেরও সচেতন করতে ভোলেনা। অতি সম্প্রতি এমনই দুটো অ্যাপ্লিকেশনের খোঁজ পাওয়া গেল গুগল প্লে স্টোরে। এই অ্যাপ্লিকেশন গুলো স্মার্ট টিভি বিষয়ক অ্যাপ্লিকেশন। সেগুলি হল Smart TV Remote এবং Halloween Colouring।

1,000 বার বা তারও বেশি ডাউনলোড হয়েছে অ্যাপ্লিকেশন গুলো। সেইটাই ভয়ের কারণ হয়ে উঠেছে অনেকের কাছে। জানা যাচ্ছে এই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে ছিল জোকার ম্যালওয়্যার। এই বিষয়ে বিস্তারিত খোঁজখবর দিয়েছেন ক্যাসপারস্কির সিকিউরিটি এনালিস্ট তাতয়ানা শিসকভা। তিনি টুইটারে এই বিষয়ে বিস্তারিত জানান প্রথমে। তারপরই গুগল ব্যবস্থা নেয়। আর এই দুটো ক্ষতিকারক অ্যাপ্লিকেশনকে রিমুভ করে দেওয়া হয় Google Play Store থেকে। 

জেনেনিন : Airtel কাস্টমাররা পেয়ে যাবেন প্রতিদিন 500mb অ্যাডিশনাল Data, থাকছে আরও দুর্দান্ত বেনিফিট, মিস করবেন না

এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে এমন এনক্রিপটেড ফাইলস রয়েছে, যার জন্য বোঝাও মুশকিল যে এইগুলো আদতে ইউজারদের ক্ষতি সাধন করছে! আর তারই সাথে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল এই এনক্রিপ্টেড ফাইলস গুলো থাকার জন্য বিভিন্ন অ্যান্টিভাইরাস এর মাধ্যমে এই গুলিকে ধরাও অসম্ভব হয়ে যেত। আর নিজেদের অজান্তেই সমস্ত ইউজারদের অনেক ক্ষতি সাধন করে দিত এই অ্যাপ্লিকেশনগুলি। তাদের তথ্য চুরি করা থেকে শুরু করে ব্যাংকিং ক্রেডেনশিয়ালসও চুরি হয়ে যেত। ক্ষতির পরিমাণ বলে শেষ করা যাবে না। 

তাই আপনার স্মার্টফোনে যদি এই দুইটি এপ্লিকেশন এখনও ইন্সটল করা থাকে এক্ষুনি আনইন্সটল করে দিন। সচেতন থাকুন। এপ্লিকেশন ইন্সটল এর আগে বেশ কয়েকটি বিষয় ভালোভাবে খেয়াল করে চলুন। তবে এই ধরনের বিপদ থেকে আপনি বাঁচবেন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।