Airtel কাস্টমাররা পেয়ে যাবেন প্রতিদিন 500mb অ্যাডিশনাল Data, থাকছে আরও দুর্দান্ত বেনিফিট, মিস করবেন না

Airtel Prepaid Plan ShresthoTech

ভারতের টেলিকম অপারেটর এয়ারটেল দুর্দান্ত সমস্ত বেনিফিট নিয়ে আসে তাদের ইউজারদের জন্য। তাদের ইউজারদের সংখ্যাও কম নয়। সম্প্রতি তাদের ইউজারদের কথা ভেবে তারা তাদের এক প্রিপেইড রিচার্জ প্ল্যানে 500mb অ্যাডিশনাল ডেটা দিচ্ছে। আর এইটা 249 টাকার প্রিপেইড প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক এই প্রিপেড প্ল্যান টিতে কোন কোন বেনিফিট পাওয়া যাবে। আর তার সাথে অ্যাডিশনাল এই 500mb ডেটা কিভাবে পাবেন আপনি।  

249 টাকার এয়ারটেলের প্রিপেইড প্ল্যানে কি কি বেনিফিট রয়েছে?

249 টাকা এয়ারটেল প্রিপেড প্ল্যানে প্রত্যেকদিন পাওয়া যাবে 1.5GB করে ডেটা। তার সাথে থাকছে ট্রুলি আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও।  প্রত্যেকদিন পাওয়া যাবে 100 টি করে এসএমএস। আর এই প্যাকটির ভ্যালিডিটি 28 দিন। শুধু মাত্র এখানেই শেষ হচ্ছেনা এই প্যাকেট ভ্যালিডিটি। পাওয়া যাবে অ্যামাজন প্রাইম মোবাইল এডিশন ফ্রী ট্রায়ালের জন্য। যেটার ভ্যালিডিটি 30 দিনের। তার সাথে পাওয়া যাবে Apollo 27।7 Circle  তিন মাসের জন্য কোনরকম এক্সট্রা টাকা ছাড়া।

এছাড়াও অনলাইন কোর্স এর সুবিধা প্রদান করছে Upskill ও Shaw Academy। এখানেই শেষ হয়ে গেছে এর বেনিফিট যদি ভাবেন তাহলেও আপনি ভুল ভাবছেন। কারণ এই প্ল্যানের সাথে আপনি FASTag এর ক্ষেত্রে 100 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তার সাথে সেট করা যাবে ফ্রী হেলো টিউনস এবং Wynk Music ব্যবহার করা যাবে বিনামূল্যে। 

জেনেনিন : 200 কিলোমিটার মাইলেজ সহ লঞ্চ হয়ে গেছে Boom Corbett Electric Bike, বুকিং শুরু হয়েছে 499 টাকা থেকে, জেনেনিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

আর এই প্যাকটির সাথেই বর্তমানে এয়ারটেল প্রত্যেকদিন 500mb করে অ্যাডিশনাল ডেটা প্রদান করছে। অর্থাৎ কিছু মিলিয়ে এই অফারটি যদি আপনি উপলব্ধ করেন, প্রত্যেকদিন 2 জিবি করে ডেটা আপনি উপভোগ করতে পারবেন। তার সাথে অ্যাডিশনাল বেনিফিট গুলো তো রয়েছেই। এই প্ল্যানে এই অ্যাডিশনাল 500mb ডেটা সমেত 42 GB ডেটা পাওয়ার পরিবর্তে আপনি পেয়ে যাচ্ছেন 56GB ডেটা। আপনি যদি অত্যধিক মাত্রায় ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনার জন্য দারুন সুবিধাজনক হবে এই প্যাকটি।

কিভাবে এই অ্যাডিশনাল 500mb ডেটা পাবেন? 

আপনি যদি এই 249 টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ করে থাকেন তাহলে অ্যাডিশনাল 500mb ডেটা রিডিম করা যাবে এয়ারটেল থ্যাংকস অ্যাপ্লিকেশনের সাহায্যে। এছাড়া অন্য কোনভাবে এই বেনিফিট রিডিম করার অপশন নেই। 

নিঃসন্দেহে আপনি যদি এয়ারটেল কাস্টমার হন এবং তারই সাথে আপনার যদি প্রত্যেকদিন অত্যধিক ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই প্ল্যান আপনার জন্য আদর্শ হবে। তার সাথে অন্যান্য বেনিফিট গুলো মিলিয়ে দুর্দান্ত এক অফার নিয়ে এসেছে এয়ারটেল। অবশ্যই মিস করবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।