লঞ্চ হয়ে গেল Infinix Hot 11 Play স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Infinix সংস্থা তাদের পরবর্তী Infinix Hot 11 Play স্মার্টফোন লঞ্চ করল। জানা গেছে স্মার্টফোনটি Infinix Hot Play 10 মডেলের আপগ্রেড ভার্সন হতে চলেছে। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Infinix Hot 11 Play স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে HD+ রেজুলিউশন বিশিষ্ট 6.82-Inch IPS LCD Display। একই সাথে পাবেন 90.66% Screen-To-Body Ratio এবং 20:9 Aspect Ratio সুবিধা। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Octa-Core Helio G35 Processor। জানা গেছে স্মার্টফোনটি Android 11 XOS 7.6 উপর ভিত্তি করে পরিচালিত হবে। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও প্রয়োজনে আপনি MicroSD Card ব্যবহার করে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

জেনেনিন : আপনার স্মার্টফোনের এই দুটি অ্যাপ্লিকেশনকে এখুনি আনইন্সটল করে দিন, নাহলে বিপদ! জানাচ্ছে Google

একই সাথে রয়েছে 13MP Primary Camera এবং AI Lens সহ ডুয়েল ক্যামেরা। আরও পাবেন 8MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি পেয়ে যাবেন 6,000mAh ব্যাটারি। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে 53 ঘন্টা Music Playback সুবিধা এবং 55 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ প্রদান করে।এখানেই শেষ নয় থাকছে Wi-Fi 802.11 b/g/n/ac, Dual-SIM Card Slot, 4G, GPS,  Bluetooth, Micro USB Port, 3.5mm Headphone Jack এবং FM Radio। একই সাথে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন Backside Fingerprint Sensor। 

দাম কত রাখা হয়েছে?

স্মার্টফোনটির দাম ঠিক কত হবে তা সংস্থার তরফ থেকে এখনো অবধি প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে স্মার্টফোনটি চারটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে যার মধ্যে থাকছে Haze Green, Exploratory Blue, Sunset Gold এবং Polar Black। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে সদর্থক খবর পাবো আমরা। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ