লঞ্চ হতেই সমস্যায় PUBG New State, দু’ঘণ্টা পিছিয়ে গেল অফিশিয়াল লঞ্চ

pubg new state faces server problem official launch postponed by two hours

অপেক্ষা ছিল বহু দিনের। অপেক্ষায় ছিল পাবজির নতুন ব্যাটেল রয়েল গেম এর অফিশিয়াল লঞ্চের। প্রিরেজিস্ট্রেশন করে রিওয়ার্ডস পাওয়ার অপেক্ষায় ছিলেন 55 মিলিয়ন ইউজার। লঞ্চ তো করা হল আজ সকাল সাড়ে নটায় সময় মেনেই। কিন্তু তারপরই ঘটল বিপত্তি। যখনই গেম টিকে ইন্সটল করে লগিন করতে যাওয়া হচ্ছে তখনই সেখানে দেখানো হচ্ছে সার্ভার এরর। আর এই সমস্যা সমাধানে তড়িঘড়ি অফিশিয়াল লঞ্চকেই দু’ঘণ্টা পিছিয়ে দেওয়া হল Krafton এর পক্ষ থেকে।

লঞ্চ হতেই সমস্যায় PUBG New State

PUBG New State-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই। তার সাথে ক্ষমা চেয়ে নেওয়া হয় সকল ইউজারদের কাছে। সেখানে স্পষ্টতই উল্লেখ করা রয়েছে বর্তমানে যে সার্ভার সংক্রান্ত সমস্যা চলছে তার জন্য দু’ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে এই গেমের অফিশিয়াল লঞ্চ। এবং তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তারা। এই বিষয়ে আরও ডিটেইলস পাওয়ার জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। দেখে নিন তাদের করার টুইট নিচে-

প্রসঙ্গত উল্লেখ্য, বহু অপেক্ষার পর শুধুমাত্র এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর জন্য আজই পাবজি নিউজ স্টেট লঞ্চ করে দেওয়া হয়েছে। এবং লঞ্চ হওয়ার পরেই ঝাঁপিয়ে পড়েছেন সকল ব্যাটেল রয়েল লাভাররা এই গেমটি কে উপভোগ করার জন্য। আর তার পরেই ঘটে এই লঞ্চ স্থগিতের ঘটনা।

এর আগেও আপনাদের জানিয়ে ছিলাম আমরা PUBG New State-এর মধ্যে দুর্ধর্ষ সব নতুন ফিচার রয়েছে সেগুলি সম্পর্কেও। সেগুলিও জেনে নিতে ভুলবেন না। সমস্ত সমস্যা মিটিয়ে আশা করা যায় PUBG New State খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবে। অপেক্ষায় থাকবো আমরা ততক্ষণ এর জন্য। 

আপনি কি PUBG New State খেলবেন? নাকি অন্য কোন ব্যাটেল রয়েল গেম আপনার প্রিয়? অবশ্যই জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।