Apple ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করতে পারে এমন ইঙ্গিত দিলেন Tim Cook, তার ইনভেস্টমেন্ট রয়েছে ক্রিপ্টোকারেন্সিতেও

apple might accept cryptocurrency through apple pay hints tim cook

এখনকার সময়ে সবথেকে আলোচিত ইনভেস্টমেন্ট মাধ্যম হল ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)। এই ক্রিপ্টোকারেন্সি দেখে অনেকেই ইনভেস্ট করতে বলছেন, তো কেউ আবার এই মাধ্যম থেকে দূরে থাকতে চাইছেন। এই বিষয়ে সবার মনেই অল্পবিস্তর কৌতুহল রয়েছেই একথা অস্বীকার করা যায়না। এবার অ্যাপেল (Apple)-এর CEO টিম কুক কে অতিসম্প্রতি New York Times Dealbook কনফারেন্সে জিজ্ঞাসা করায় এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন। তার উত্তরেই শোরগোল পড়ে গেছে গোটা বিশ্ব জুড়ে।  

Apple ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করতে পারে

এই কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হয় ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কোন ইচ্ছা তাদের রয়েছে কিনা। তার উত্তর দিতে গিয়ে টিম কুক জানান ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার ইচ্ছা তাদের রয়েছে। কিন্তু সেটা এই মুহূর্তেই নয়। তড়িঘড়ি এই বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নিতে তারা চান না। তবে অ্যাপেলের আরো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ক্রিপ্টো পেমেন্ট তারা একসেপ্ট করতে পারেন। 

ক্রিপ্টোকারেন্সিতে তার কোনো রকম ইনভেস্টমেন্ট রয়েছে কিনা বা তিনি বিটকয়েন অথবা ইথিরিয়াম এর মালিক কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তার উত্তরও তিনি দিতে ছাড়েননি। তিনি বলেন এই পরিস্থিতিতে একটি ডাইভারসিফাইড পোর্টফোলিও হিসেবে একজন ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের কথা ভাবতেই পারেন। 

জেনেনিন : PUBG New State খেলার জন্য System Requirements কি? লঞ্চের আগেই জেনেনিন

তারই সাথে বিষয়ে তিনি বেশ ইন্টারেস্টেড তাও তিনি বলতে ভোলেননি। স্বীকারও করেন যে তার ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট রয়েছে। তার সাথে জানান ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটাই তার এখন বেশ ইন্টারেস্টিং লাগছে। তবে কোন ক্রিপ্টোকারেন্সি তিনি ইনভেস্ট করেছেন সেই বিষয়ে কোন কিছু আভাস তিনি দেননি।  

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি বিষয়ে টিম কুকের উত্তর যথেষ্ট মাপা হলেও Tesla, SpaceX ইত্যাদির মতো বিখ্যাত কোম্পানি গুলির CEO ইলন মাস্ক খোলামেলা ভাবেই এই বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন। জানান তার ক্রিপ্টোকারেন্সিতে হিউজ ইনভেস্টমেন্টের কথাও। তার সাথে কোন ক্রিপ্টোকারেন্সি তার ইন্টারেস্টিং লাগছে সেই বিষয়েও জানাতে থাকেন টুইটারে। যার ফলে ক্রিপ্টো বাজারে তোলপাড় পড়ে যায়।

তবে টিম কুকের এই গুরুত্বপূর্ণ কমেন্টের পর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনরকম ইফেক্ট পড়ে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে ক্রিপ্টো ইনভেস্টররা। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।