শীঘ্রই লঞ্চ হতে চলেছে iQOO 8 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু

আমরা জানি ইতিমধ্যে iQOO 8 সিরিজ স্মার্টফোনগুলি চীনে লঞ্চ হয়েছে৷ সম্প্রতি টিপস্টার Mukul Sharma টুইট করে জানিয়েছেন খুব শীঘ্রই ভারতে iQOO 8 এবং iQOO 8 Pro স্মার্টফোন দুটি লঞ্চ হবে। যদিও আনুষ্ঠানিক তারিখ এখনও সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়নি। 

এছাড়াও BIS Certification ওয়েবসাইটে স্মার্টফোনের মডেল নাম্বার V2136 দেখা মিলছে। জানা গেছে iQOO 8 মডেলের পাশাপাশি iQOO 8 Pro ভারতে iQOO 8 Legend নাম নিয়ে লঞ্চ হবে। চলুন এবার জেনে নেওয়া যাক স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন্স-এর ব্যাপারে।

iQOO 8 সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 1,080 X 2,376 Pixels রেজুলিউশন যুক্ত 6.56-Inch FHD+ AMOLED Display। একই সাথে পাবেন  398 PPI & 19:8:9 Aspect Ratio এবং 120Hz Refresh Rate। স্মার্টফোনটি 92.76% Screen-To-Body Ratio। এছাড়াও রয়েছে Display Fingerprint Sensor এবং Face Unlock সুবিধা।

এরই পাশাপাশি স্মার্টফোনে থাকছে Adreno 660 GPU বিশিষ্ট Qualcomm Snapdragon 888 SoC। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ। একই সঙ্গে রয়েছে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি সুবিধা।

জানা গেছে স্মার্টফোনটি Android 11 OriginOS 1.0 উপর ভিত্তি করে পরিচালিত হবে। এছাড়াও থাকছে 48MP Sony IMX598 Sensor, 13MP Ultra-Wide-Angle Lens এবং 13MP Portrait Lens। একই সাথে পেয়ে যাবেন 16MP ফ্রন্ট ক্যামেরা। 

আরও থাকছে 120W ফাস্ট চার্জিং সুবিধা। এখানেই শেষ নয় পাবেন Wi-Fi, NFC, GPS, Dual-Band Bluetooth v5.2, এবং USB Type-C পোর্ট। স্মার্টফোনটি পরিমাপ এবং ওজন যথাক্রমে 159.06×75.14×8.63mm এবং 199.9 গ্রাম। 

জেনেনিন : টুইটারে 50 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন শচীন টেন্ডুলকার, হারিয়েছেন তাবড় তাবড় সেলিব্রিটিদেরও

iQOO 8 Legend সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

এই স্মার্টফোনের মধ্যে পাবেন 6.78-Inch 2K Samsung E5 AMOLED Display। একই সঙ্গে যুক্ত রয়েছে 120Hz Refresh Rate, HDR10+, 20:9 Aspect Ratio, 517 PPI, 92.2% Screen-To-Body Ratio, Dolby Vision এবং DCI-P3 Colour Gamut সহ প্রভৃতি সুবিধা। স্মার্টফোনের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 888 Plus Adreno 660 GPU।

স্টোরেজ হিসাবে আপনি পাবেন 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ। এরই পাশাপাশি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা ফিচারস। যার মধ্যে থাকছে 50MP Sony IMX766V Primary Sensor, 48MP Ultra-Wide-Angle Lens এবং 16MP Portrait Lens। একই রয়েছে 16MP সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটি Android 11 OS দ্বারা পরিচালিত হবে বলে জানতে পেরেছি আমরা। এছাড়াও পাবেন 4,500mAh ব্যাটারির পাশাপাশি 120W ফাস্ট চার্জার। একই সঙ্গে রয়েছে 50W Wireless Charging এবং 10W Reverse Wireless Charging ফিচার্স।

সিকিউরিটি হিসাবে পাবেন Display Fingerprint Sensor। এখানেই শেষ নয় রয়েছে NFC, GPS, 5G, 4G, Dual-Band Wi-Fi, USB Type-C পোর্ট এবং Bluetooth v5.2 সুবিধা। কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।