টুইটারে 50 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন শচীন টেন্ডুলকার, হারিয়েছেন তাবড় তাবড় সেলিব্রিটিদেরও

sachin tendulkar among fifty most influential people on twitter

টুইটারে (Twitter) বিশ্বের 50 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন শচীন টেন্ডুলকার। কনজিউমার ইন্টেলিজেন্স কোম্পানি ব্র্যান্ডওয়াচ এর এক সমীক্ষা থেকে এমন চমকপ্রদ তথ্যই উঠে আসছে। 

টুইটারে 50 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন শচীন টেন্ডুলকার

এই সমীক্ষাতে জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটারে বিশ্বের 50 জন সবথেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন 35 নম্বর স্থানে। আর এরই মধ্যে তিনি হারিয়ে দিয়েছেন তাবড় তাবড় সেলিব্রিটিদের। যার মধ্যে ডোয়েন জনসন রয়েছেন। যাকে আমরা দ্য রক নামেও চিনি।

জেনেনিন : PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি, শত্রুকেও করে নেওয়া যাবে বন্ধু

তিনি যেমন রয়েছেন রয়েছেন তেমনই রয়েছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না ব্যাপারটা। এই লিস্টে শচীন টেন্ডুলকার হারিয়ে দিয়েছেন প্রাক্তন US প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা কেও! তবে লিস্টে প্রথম জায়গা দখল করে নিয়েছেন ইউনাইটেড স্টেটসের জনপ্রিয় সিঙ্গার টেইলর সুইফট। আর দ্বিতীয় স্থানে কে রয়েছে আন্দাজ করতে পারছেন কি? দ্বিতীয় স্থানে রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শচীন টেন্ডুলকারের অ্যাচিভমেন্ট অবাক নন অনেকেই। 2013 সালে ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের পর থেকেই তিনি নানান সামাজিক কার্যকলাপে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। করে গেছেন একের পর এক সমাজসেবামূলক কাজকর্ম। এমনকি বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থার সাথেও যুক্ত রয়েছেন। 

ক্রিকেটের জন্য তার বিশ্ব জুড়ে নাম তো রয়েছেই। রয়েছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ফ্যান ফলোয়িং। তারই সাথে তিনি যুক্ত রয়েছেন ইউনিসেফ এর মত সংস্থার সাথে। যেখানে তিনি সাউথ এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন 2013 সাল থেকে। তার এই আচিভমেন্টে খুশি সবাই। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।