PUBG New State খেলার জন্য System Requirements কি? লঞ্চের আগেই জেনেনিন

PUBG New State System Requirements
PUBG New State System Requirements (Image Credit : PUBG New State)

অপেক্ষা আর মাত্র একটা দিনের। আগামীকালই লঞ্চ হতে চলেছে পাবজি নিউ স্টেট (PUBG New State)। পাবজির এই নতুন ব্যাটেল রয়েল গেমের জন্য সারা বিশ্বজুড়ে পাবজি লাভাররা মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে এই গেমের মধ্যে কি কি বিশেষ ফিচার পাওয়া যাবে সে সম্পর্কে আপনাদের আগেই জানিয়েছি আমরা। এই ফিচারগুলো অন্য কোনো গেমের দেখতে পাওয়া যায় না। এবার আপনাকে বলব এই গেম খেলার জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট সম্পর্কে।  

PUBG New State খেলার জন্য System Requirements কি?

এন্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) দুটো প্লাটফর্ম থেকেই এই গেম কে উপভোগ করা যাবে। প্রথমে আপনাকে জানাবো এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এর জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট এর ব্যাপারে। এন্ড্রয়েড ডিভাইসে CPU : 64bit ( ABI arm64 ওর higher) থাকতে হবে। মিনিমাম 2 GB RAM থাকতে হবে। Android 6.0 অথবা তার পরের অপারেটিং সিস্টেম থাকতে হবে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনে। থাকতে হবে Open GL 3.1 অথবা তার বেশি বা Vulkan 1.1 অথবা তার বেশি। 

এবার দেখে নেওয়া যাক iOS প্ল্যাটফর্মের জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট। আপনার যদি iOS 13 অথবা তার পরবর্তী OS যুক্ত আইফোন অথবা আইপ্যাড থাকে, তাহলে নির্ভাবনায় আপনি এই গেমটি কে উপভোগ করতে পারবেন। সেখানে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স পাবেন। আর iOS প্লাটফর্মের জন্য এই গেমের ডাউনলোড সাইজ রাখা হয়েছে 1.2GB। 

জেনেনিন : মাত্র 1,999 টাকা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন্স ও SpO2 Sensor-এর সাথেই লঞ্চ হয়ে গেল BoAt Watch Zenit, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এন্ড্রয়েড প্লাটফর্মে এর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখে এই ব্যাপারটা স্পষ্ট যে 2GB RAM সম্পন্ন অনেক স্মার্টফোনেই এই গেমটি খেলা যাবে। আপনি যদি Redmi 9A Sport স্মার্টফোন ব্যবহার করেন অথবা Realme Narzo 50 স্মার্টফোন ব্যবহার করেন, তাদের নির্ভাবনায় এই গেমটি কে উপভোগ করতে পারবেন। তবে সেখানে গেমপ্লে এক্সপেরিয়েন্স স্বভাবতই অতটা ভালো নাও হতে পারে। 

প্রসঙ্গত উল্লেখ্য, PUBG New State 2051 সালের প্রেক্ষাপটে তৈরি। তাই সেখানে দুর্দান্ত গ্রাফিক্স থেকে শুরু করে অনেক নতুন নতুন ফিচারস পাওয়া যাবে। আর সেই সমস্ত কিছু হাতে পাওয়ার আর মাত্র এক দিনের অপেক্ষা।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।