PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি, শত্রুকেও করে নেওয়া যাবে বন্ধু

pubg new state will have some amazing features
PUBG New State will have Some Amazing Features (Image : PUBG New State)

পাবজি মোবাইল (PUBG Mobile) ব্যান হওয়ার পর ভারতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)-র জনপ্রিয়তা আকাশচুম্বী। আর এরই মধ্যে আবার নতুন এক সুখবর নিয়ে চলে এসেছে পাবজি। জানা যাচ্ছে তাদের পাবজি নিউ স্টেট খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে চলেছে। আর তারই সাথে ভারতেও লঞ্চ করা হবে এই গেম। গেম এর মধ্যে দুর্ধর্ষ সমস্ত নতুন ফিচার রয়েছে। যেগুলো আগে আমরা কোন গেমে দেখতে পাইনি। চলুন আজকের এপিসোডে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 

PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি

1। পাবজি নিউ স্টেট (PUBG New State)-এর মধ্যে ভেহিকেল গুলোতে থাকবে Trunk-এর ব্যবস্থা। যার মধ্যে স্টোর করে রাখা যাবে ওয়েপন্স থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র। এইভাবে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন সেই জিনিস গুলোকে। ফলে আপনার কোন টিমের মেম্বার যদি মারা যায় এবং তাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। তাহলে খুব সহজেই আপনার সাথে থাকা এই গাড়ির মধ্যের ট্রাংক থেকেই আপনার টিমমেট খুব দ্রুত রেডি হয়ে নিতে পারবে। কালেক্ট করতে পারবে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এখান থেকেই। নিঃসন্দেহে এটা দুর্দান্ত ফিচার হতে চলেছে। 

আপনার টিমের কেও যখনই গাড়ির কাছে যাবে তখনই অপশন দেখিয়ে দেওয়া হবে তাকে এবং সেখান থেকেই সমস্ত কিছু কালেক্ট করে নিতে পারবেন তিনি! এমনকি গাড়ি চালানোর সময় একই গাড়ির মধ্যে থাকা প্লেয়ারদের মধ্যে কোন আইটেম দেওয়া-নেওয়া করতে পারবেন প্লেয়াররা। এই ফিচারটি দারুণ কাজে লাগবে এক্ষেত্রেও। 

গাড়ির মধ্যে রাখা এই জিনিসগুলি আপনাকে সাহায্য করবে প্রয়োজনের সময়। কোন অ্যাটাক চলাকালীন যদি আপনার হেলমেট নষ্ট হয়ে যায়, আপনি তাড়াতাড়ি গাড়ির কাছে গিয়ে ট্রাঙ্ক থেকে নতুন হেলমেট পড়ে নিতে পারবেন। 

2। পাবজি নিউ স্টেটের মধ্যে থাকবে গান কাস্টোমাইজেশনের সুবিধাও। ম্যাপে বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাবে কাস্টমাইজেশন কিট। যার সাহায্যে আপনার বন্দুকের ক্ষমতা আরও বাড়িয়ে নেওয়া যাবে। যার ফলে আপনার গানের ফিচার্স আরও আপডেট করে নিতে পারবেন। জানা যাচ্ছে কোন একটি নির্দিষ্ট বন্ধুককে কাস্টমাইজ করে নিলে সেটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাবেনা। 

3। পাবজি মোবাইলের জনপ্রিয় ম্যাপ এরাঙ্গেলও খেলতে পারে যাবে পাবজি নিউ স্টেটের মধ্যে। তবে অনেক নতুন ফিচার এবং সুবিধা পাওয়া যাবে। জানা যাচ্ছে বহুদিন ধরে লড়াই চলে আসার ফলে এরাঙ্গেল অনেক ধ্বংসের সম্মুখীন হয়েছে। যেটাকে আবার রিব্যালেন্স এবং রিইনফোর্স করে নিয়ে আসা হচ্ছে 2051 সালের প্রেক্ষাপটে তৈরি এই গেমের মধ্যে। পাওয়া যাবে নতুন নতুন বিল্ডিংও। 

4।  এই গেমের মধ্যে রয়েছে নতুন একটি ম্যাপ। তার নাম স্টেশন (Station)। এই স্টেশন ম্যাপ এর মধ্যে পাওয়া যাবে 4vs4 টিম ডেথ ম্যাচ (Team Death Match)-এর সুবিধা। দারুন লোকেশন এর মধ্যে খুব সুন্দর হাইডিং প্লেস থাকবে এই ম্যাপের মধ্যেও। 10 মিনিটের মধ্যে প্রথম চল্লিশটা কিল কালেক্ট করে নিতে পারবে যে টিম তারা জিতে যাবে এই মোডে। 

জেনেনিন : ডায়াপার পড়ে পৃথিবীতে ফিরতে হচ্ছে মহাকাশচারীদের, SpaceX এর টয়লেট সমস্যায় এমন সিদ্ধান্ত

5। পাবজি নিউ স্টেট এর মধ্যে আরও এক ইন্টারেস্টিং ফিচার রয়েছে। তা হচ্ছে রিক্রুটমেন্ট মোড (Recruitment Mode)। এই মোডের সাহায্যে আপনি আপনার এনিমিদের নক করে দেওয়ার পরও তাদেরকে নিজের দলে নিতে পারবেন তাদের রিভাইভ করার মধ্যে দিয়ে। কিন্তু কীভাবে কাজ করবে এই ফিচারটি? জেনে নেওয়া যাক সেটা এবার।

মনে করুন আপনি আপনার এনিমিদের নক করে দিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের কাছে আপনি যখন যাবেন তখন রিক্রুট (Recruit) করার অপশন দেওয়া হবে। আপনি চাইলে তাদেরকে রিভাইভ করে আপনার টিমে রিক্রুট করে নিতে পারবেন যদি আপনার স্কোয়াডে 4 জন প্লেয়ারের কম থাকে তখনই। পরবর্তীকালে তারা আপনার টিমে রিক্রুট হয়ে যাবে ও আপনার সাথে আপনার হয়েই লড়াই চালিয়ে যাবে।  

যদি আপনি নক হয়ে যান এবং কেউ আপনাকে রিক্রুট করে নিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সেই রিকোয়েস্ট রিজেক্ট করেও দিতে পারবেন। নিঃসন্দেহে এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত ইউনিক এবং মনে করা হচ্ছে এগুলো পাবজি নিউ স্টেটের গেমপ্লে এক্সপেরিয়েন্সকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

PUBG New State Recruit Mode

এখনো আরো নতুন ফিচার থাকছে এই গেমের মধ্যে। আর অফিশিয়ালি মাত্র কয়েকদিন পরই গেমকে রোল আউট করে দেওয়া হবে। জানা যাচ্ছে নভেম্বর মাসের 11 তারিখ এই এই গেমকে অফিশিয়ালি রিলিজ করে দেওয়া হবে গ্লোবালি। আপনি যদি এখনও পর্যন্ত এই গেমের pre-registration না করে থাকেন এখনই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে চলে যান। আর pre-registration করে নিন। 

কেমন লাগল এই নতুন ফিচার গুলো আপনার? এই নতুন ফিচার গুলো কি পাবজি নিউ স্টেট কে অন্যান্য ব্যাটেল রয়াল গেম গুলির তুলনায় আলাদা পরিচিতি এনে দেবে? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।