ডায়াপার পড়ে পৃথিবীতে ফিরতে হচ্ছে মহাকাশচারীদের, SpaceX এর টয়লেট সমস্যায় এমন সিদ্ধান্ত

spacex crew members will use diapers while returning to earth from international space station

মহাকাশ আমাদের কাছে চ্যালেঞ্জে পরিপূর্ণ। আর তার সাথে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটানো মহাকাশচারীদের কথা একবার ভেবে দেখুন। প্রতিনিয়ত তাদের একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যার মধ্যে থেকেই চেষ্টা করতে হয় সেই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসার। এবার এমনই এক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হলেন 4 মহাকাশচারী- McArthur, Pesquet, Shane Kimbrough ও Akihiko Hoshide। আর এই সমস্যা অন্য কিছু নয়। এটা হল টয়লেট সংক্রান্ত সমস্যা। 

ডায়াপার পড়ে পৃথিবীতে ফিরতে হচ্ছে মহাকাশচারীদের

SpaceX-এর সেই ক্যাপসুল যার সাহায্যে তাদের পৃথিবীতে ফেরার কথা। সেই ক্যাপসুলের টয়লেটে সমস্যা দেখা দিয়েছে। দেখা গেছে সেই টয়লেটে রয়েছে লিক এবং সেটা কাজের অযোগ্য হয়ে উঠেছে। এই কারণেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছেড়ে বেরিয়ে আসার পরবর্তী কুড়ি ঘন্টা, যতক্ষণ না তারা পৃথিবীতে পদার্পণ করছেন, ততক্ষণ তাদেরকে ভরসা করে থাকতে হবে ডায়াপারের। এমনটাই কনফার্ম করেছেন NASA আস্ট্রনট মেগান ম্যাকআর্থার।  

বিগত ছয় মাস ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্পেস স্টেশনে তারা একের পর এক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। একাধিক স্পেইসওয়াকের মাধ্যমে তারা সেই স্টেশনের পাওয়ার গ্রিড আপগ্রেড করেছেন। এরই মধ্যে আবার তাদের সম্মুখীন হতে হয়েছে রাশিয়ান স্পেসক্রাফট এর অনিচ্ছাকৃত থ্রাস্টারেরও। সব শেষে ফেরার সময়ও তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জেনেনিন : মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেল Perseverance, তাহলে কি ছিল প্রানও?

তবে এই বিষয় সংক্রান্ত সমস্যা প্রথম খেয়াল করেন যখন তাদের স্পেইসক্রাফট এর প্যানেল তুলতে যান। সেখানেই মূত্র জমা হয়ে থাকতে দেখা যায়। পরবর্তীকালে ইঞ্জিনিয়াররা এই পরিস্থিতিকে পর্যালোচনা করতে থাকেন। দেখা হয় সেই ক্যাপসুলের অন্য কোন ক্ষতি হয়েছে কিনা। কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এমন দেখার পরেই সবুজসংকেত মেলে পৃথিবীতে ফেরার।

তবে সেই টয়লেট কে সরিয়ে ওঠা আর হয়ে ওঠেনি। সেইজন্যই ডাইপার পড়ে পৃথিবীতে ফেরার এই সিদ্ধান্ত। এই সমস্যার কারণে একদমই চিন্তিত নন মহাকাশচারী মেগান ম্যাকআর্থার। তিনি জানিয়েছেন “স্পেস ফ্লাইট হল বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যায় পরিপূর্ণ। আর এইটা শুধুমাত্র তারই মধ্যে একটা যেটা আমাদের সম্মুখীন হতে হবে। আমরা আমাদের মিশন এর যত্ন নেব। এই বিষয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।”

আজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ছেড়ে তারা বেরিয়ে আসবেন। এবং কুড়ি ঘন্টা পর, আগামীকাল হবে তাদের স্প্লাসডাউন। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।