মাত্র 1,999 টাকা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন্স ও SpO2 Sensor-এর সাথেই লঞ্চ হয়ে গেল BoAt Watch Zenit, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Boat Watch Zenit has some Amazing Features (Image : boAt)

জনপ্রিয় Electronics & Accessories নির্মাতা সংস্থা BoAt লঞ্চ করে দিলো আরও এক নতুন স্মার্টওয়াচ। অবশেষে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল BoAt Watch Zenit। ইতিমধ্যে স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

BoAt Watch Zenit স্পেসিফিকেশন্স কেমন?

BoAt Watch Zenit স্মার্টওয়াচ এর মধ্যে পাওয়া যাবে Circular Dial যুক্ত 1.3 Inch IPS Display। একই সাথে পাবেন 100 টি Customisable Watch Face। এর মধ্যে রয়েছে IP67 Dust, Splash এবং Sweat Resistance সুবিধা। এছাড়াও স্মার্টওয়াচটির ডানদিকে দুটি বোতাম রয়েছে, যা নেভিগেশন এবং অন্যান্য ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

একই সাথে ইনক্লুড থাকছে Heart Rate Monitor & SpO2 Sensor এর মত গুরুত্বপূর্ণ ফিচার্স। এটির সাহায্যে আপনি Calorie Counted, Sleep Patterns, Steps ও Distance ট্রাক করতে পারবেন। এরই পাশাপাশি Skipping, Running, Walking, Cycling, Basketball, Badminton এবং Football সহ পাবেন 7 টি অসাধারণ Sports Modes। 

জেনেনিন : এবার Discord গ্রুপ ও চ্যানেলের মতো কমিউনিটি ফিচার নিয়ে কাজ চলছে হোয়াটসঅ্যাপে, পাওয়া যাবে দুর্দান্ত সুবিধা

এখানেই শেষ নয় এটির মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যাবতীয় নোটিফিকেশন, Message, Incoming Calls পাবেন। একই সাথে মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে ক্যামেরা প্রভৃতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও রয়েছে Weather Forecast সিস্টেম যা পরবর্তী 6 দিনের আবহাওয়া পূর্বাভাস দেখাতে সক্ষম। 

আরও থাকছে Young Bird নামক এক গেম। একই সঙ্গে রয়েছে Theatre Mode ফিচার্স যা Notifications Mute রাখতে এবং Screen Brightness কমাতে সাহায্য করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে স্মার্টওয়াচটি সিঙ্গেল চার্জে 7 দিনের ব্যাটারি লাইফ প্রদান করবে।

দাম কত রাখা হয়েছে?

আমাদের দেশে এই স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে 1,999 টাকা। এটি Black, Grey এবং Blue এই তিনটে কালার অপশনে উপলব্ধ রয়েছে। গ্রাহকরা আগামী নভেম্বরের 11 তারিখ থেকে Amazon India মাধ্যমে ডিভাইসটি কিনতে পারবেন। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।