এবার Discord গ্রুপ ও চ্যানেলের মতো কমিউনিটি ফিচার নিয়ে কাজ চলছে হোয়াটসঅ্যাপে, পাওয়া যাবে দুর্দান্ত সুবিধা

WhatsApp Community
WhatsApp is Working on a Community Feature (Image : WABetaInfo)

হোয়াটসঅ্যাপ (WhatsApp) কে প্রায়ই আমরা নতুন নতুন ফিচারস নিয়ে কাজ করতে দেখি। সদ্য সদ্য তারা 255 টাকার ম্যাসিভ ক্যাশব্যাকও দিচ্ছে সকলকে। এবার আর এক দারুন ফিচার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তারা। অন্য কোন ফিচারস নয়, এটা হল কমিউনিটি ফিচার। যেমনটা আমরা Discord গ্রুপে এবং চ্যানেলে পাওয়া যায়। ঠিক তেমনটাই এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে এমনটাই মনে করা হচ্ছে। 

Discord গ্রুপ ও চ্যানেলের মতো কমিউনিটি ফিচার নিয়ে কাজ চলছে হোয়াটসঅ্যাপে

এই বিষয়ে বিস্তারিত বেশ কিছুদিন আগেই আমাদের জানিয়েছিল এক্সডিএ ডেভলপারস। তারা এই বিষয়ে তথ্য খুঁজে পেয়েছিল আগেই। পরবর্তীকালে WABetaInfo এই তথ্যটি কনফার্ম করছে। জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেই আবার কমিউনিটি ফিচারও হোয়াটসঅ্যাপের মধ্যে আসতে চলেছে খুব শীঘ্রই। ঠিক যেমনভাবে Discord-এর মধ্যে বিভিন্ন কমিউনিটি এবং চ্যানেলগুলো অপারেট করা হয়। সেই একই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপেও গ্রুপের পাশাপাশি এই কমিউনিটি প্লাটফর্মে চলে আসবে যা এডমিনদের খুব সুন্দর ভাবে সাহায্য করবে। 

জেনেনিন : Telegram নিয়ে এলো নতুন আপডেট, পাবেন অসাধারণ ফিচার্স, এক নজরে জেনেনিন বিস্তারিত ভাবে

এডমিনরা এই কমিউনিটির মধ্যে অনেক ইউজার দের ইনভাইট করতে পারবেন ইনভাইট লিংকের সাহায্যে। পরবর্তীকালে সেই মেম্বাররা সেখানে একে অপরের সাথে কমিউনিকেশন চালাতে পারবে খুব সুন্দর ভাবে। এখনো পর্যন্ত ফাইনাল রিলিজ কবে হবে বা কতটা ডেভলপমেন্ট হয়েছে এই ফিচারের সেই সম্পর্কিত কোন তথ্য না পাওয়া যায়নি।

তবে এর স্ক্রিনশট শেয়ার করেছে WABetaInfo। তাই মনে করা হচ্ছে হোয়াটসঅ্যাপ হয়তো এই নতুন ফিচার নিয়ে কাজে অনেকটাই এগিয়ে ফেলেছে। এই নতুন ফিচার রোল আউট করার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেবো আমরা। আপনি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন নাকি অন্য কোন ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম আপনার প্রিয়? অবশ্যই জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।