Dr. Kamal Ranadive-এর 104 তম জন্মবার্ষিকী পালন করছে Google তাদের নতুন Doodle-এর মাধ্যমে, জেনেনিন আজকের গুগল ডুডলের বিশেষত্ব

google celebrating 104th birth anniversary of kamal ranadive with a new doodle
Dr. Kamal Ranadive in Google Doodle (Image Credit : Google)

আজকের গুগল ডুডল (Google Doodle) দেখেছেন কি? সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলাকে। যিনি এক মাইক্রোস্কোপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আর তার ব্যাকগ্রাউন্ডে কোষ এবং কোষের বিভিন্ন অংশ নিয়ে লেখা রয়েছে Google। আজকের এই গুগল ডুডল এর মাধ্যমে গুগল সেলিব্রেট করছে বিখ্যাত সেল বায়োলজিস্ট Dr. Kamal Ranadive-এর জন্মদিন। আজই Dr. Kamal Ranadive-র 104 তম জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে এই নতুন ডুডল এর মাধ্যমে। 

আজ Dr. Kamal Ranadive-এর 104 তম জন্মদিন 

আর আজকের এই বিশেষ দিনটিকে গুগল তাদের নতুন ডুডল এর মাধ্যমে সেলিব্রেট করছে। আজকের ডুডল টি এঁকেছেন Ibrahim Rayintakath। এবার জেনে নেওয়া যাক কে ছিলেন Dr. Kamal Ranadive? তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সেল বায়োলজিস্ট। ক্যান্সার সংক্রান্ত গবেষণায় তিনি আশার পথ দেখিয়েছেন। 

1917 সালের আজকের দিনেই পুনেতে Kamal Ranadive-র জন্ম। বাবার অনুপ্রেরণায় তিনি মেডিকেল শিক্ষা চালিয়ে যেতে থাকেন। তবে বায়োলজির প্রতি তার বরাবরের আকর্ষণ তিনি অনুভব করতেনই। 1949 সালে তিনি সাইটোলজিতে ডক্টরেট পান। সেই সময় তিনি ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন।  

জেনেনিন : PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি, শত্রুকেও করে নেওয়া যাবে বন্ধু

এরপরই জন হপকিন্স ইউনিভার্সিটি তে ফেলোশিপ এর পর তিনি মুম্বাই ফিরে আসেন এবং সেখানেই তিনি দেশের প্রথম টিস্যু কালচার ল্যাবরেটরি স্থাপন করেন। ব্রেস্ট ক্যান্সারের সাথে হেরিডিটি লিংক খুজে পান ভারতের যেসব গবেষকরা তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এবং তার সাথে ক্যান্সার এবং নির্দিষ্ট কিছু ভাইরাসের মধ্যে লিংক তিনি পর্যবেক্ষণ করেন। 

1973 সালে তিনি এবং তার 11 জন কলিগ মিলে স্থাপন করেন ইন্ডিয়ান ওমেন সাইন্টিস্টস অ্যাসোসিয়েশন (IWSE)। বৈজ্ঞানিক জগতে মহিলাদের আরো অনুপ্রেরণা এবং সাপোর্ট যোগানোই হয়েছিল এই অ্যাসোসিয়েশনের মুখ্য উদ্দেশ্য। ক্যান্সার সংক্রান্ত তার এই যুগান্তকারী গবেষণাতেই শুধুমাত্র তিনি থেমে থাকেননি। তিনি ভারতের বাইরে কর্মরত ছাত্রছাত্রী এবং স্কলারদের অনুপ্রেরণা জুগিয়েছেন ভারতে ফিরে এসে দেশের জন্য ভালো কিছু করতে। 1989 সালে তার রিটায়ারমেন্টের পর 

মহারাষ্ট্রের নানান গ্রাম্য কমিউনিটিতে কাজ করতে থাকেন তিনি। তারই সাথে সেখানের হেলথকেয়ার ওয়ার্কার্স থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত সকলকেই ট্রেনিং দিতে থাকেন। 1982 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। 2001 সালের এপ্রিল মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।