আজই লঞ্চ হবে Poco M4 Pro 5G স্মার্টফোন, এখনই জেনেনিন লঞ্চ সময় এবং সম্ভাব্য স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Poco সংস্থার পক্ষ থেকে M-সিরিজের নতুন Poco M4 Pro 5G স্মার্টফোনটি গত সপ্তাহে টিজ করা হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজই লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটি। Redmi Note 11 স্মার্টফোনের রিব্রান্ড হিসাবে আসতে চলেছে এই Poco M4 Pro 5G স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক অফিশিয়াল লঞ্চ লাইভ স্ট্রিম সময় এবং স্পেসিফিকেশন্স। 

কিভাবে দেখবেন লঞ্চ লাইভ স্ট্রিম?

গ্লোবাল ইভেন্টের ম্যাধমে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। যারা লাইভ স্ট্রিম দেখতে আগ্রহী তারা কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি থেকে লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। নিচের ভিডিওতে ক্লিক করে নোটিফিকেশন অন করেও রাখতে পারেন-

কখন লঞ্চ হবে স্মার্টফোনটি?

ভার্চুয়াল ইভেন্টেটি আর মাত্র কিছুক্ষণ পর 8PM GM +8 অর্থাৎ ভারতীয় সময় ঠিক 5:30PM থেকে লাইভ স্ট্রিম হবে বলে জানতে পেরেছি আমরা। চলুন এবার জেনে নেওয়া যাক ফিচার্স কেমন হতে চলেছে। একই সাথে আমরা জেনে নেবো স্মার্টফোনের সম্ভাব্য দাম।

Poco M4 Pro 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.6-Inch FHD+ IPS Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়া স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 6nm Chip বিশিষ্ট MediaTek Dimensity 810 SoC। স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 8GB RAM।

এছাড়াও ইনক্লুড থাকছে 50MP Rear Camera এবং 8MP Ultra-Wide Camera। একই সাথে পেয়ে যাবেন 16MP সেলফি ক্যামেরা। এরই পাশাপাশি পাবেন সম্ভাব্য 5000mAh ব্যাটারি সহ 33W ফাস্ট চার্জিং সুবিধা। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির দাম ঠিক কত হবে তা এখনো জানা যায়নি। তবে যেহুতু স্মার্টফোনটি Redmi Note 11 এর আপগ্রেড ভার্সান হিসাবে মুক্তি পাচ্ছে তাই আমরা আশা করতে পারি এর দাম হতে পারে Redmi Note 11 স্মার্টফোনের বর্তমান দামের কাছাকাছি।

ভারতে গ্রাহকরা স্মার্টফোনটি কবে উপভোগ করতে পারবেন তা সংস্থা জানানোর পরই বলা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।