প্রথম দেশি ব্র্যান্ড হিসাবে 5G স্মার্টফোন লঞ্চ করে নজির গড়ল LAVA, দেখেনিন LAVA Agni 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট ও অফার

lava agni 5g smartphone launched specifications price sale date special offer
LAVA Agni 5G Launched (Image : LAVA)

আজকেই LAVA লঞ্চ করে দিল তাদের প্রথম 5G স্মার্টফোন। এটি LAVA Agni 5G। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দারুন স্পেসিফিকেশন্স পাওয়া যাবে স্মার্টফোনে। চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

LAVA Agni 5G স্পেসিফিকেশন্স

LAVA Agni 5G-র মধ্যে রয়েছে 6.78 ইঞ্চি ফুল FHD+ LCD ডিসপ্লে। রয়েছে খুবই স্লিম বেজেলস। পাওয়া যাবে 90Hz এর রিফ্রেশ রেট। তার সাথে প্রসেসর হিসেবে স্মার্টফোনটির রয়েছে MediaTek Dimensity 810। রয়েছে 5000mh ব্যাটারি এবং তার সাথে 30W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি ফিচার হিসেবে এর মধ্যে পাওয়া যাবে USB Type C পোর্ট। তার সাথে Dual Band WiFi, Bluetooth, 5G এবং 4G LTE পাওয়া যাবে। 

জেনেনিন : মাত্র 1,999 টাকা দামে দুর্দান্ত স্পেসিফিকেশন্স ও SpO2 Sensor-এর সাথেই লঞ্চ হয়ে গেল BoAt Watch Zenit, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল এর ডেফথ সেন্সর এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও। সিকিউরিটির জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

LAVA Agni 5G-এর দাম, সেল ডেট ও অফার

শুধুমাত্র একটা ভেরিয়েন্টেই LAVA Agni 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এর দাম হল 19,999 টাকা। ইন্ট্রোডাক্টরী প্রাইস হিসাবে স্মার্টফোনটি 17,999 টাকায় কিনতে পাওয়া যাবে যদি আপনি 500 টাকা দিয়ে প্রিবুক করেন তাহলেই। নভেম্বর মাসের 18 তারিখ দুপুর 12 টা থেকে অ্যামাজন ফ্লিপকার্ট এবং lavamobiles.com-এ শুরু হবে স্মার্টফোনটির সেল। তারই সাথে বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে এই স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।