মাত্র দুই বছরের অপেক্ষা, ইলেকট্রিক গাড়ির দাম কমে দাঁড়াবে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির মতোই, এমনটাই জানালেন ইউনিয়ন ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গড়করি

electric vehicle
Electric Car (প্রতীকী ছবি)

ভারতের মতো দেশে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির জনপ্রিয়তা এখন অত্যধিক রকমের বেশিই। কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছেন সকলে। প্রয়োজন হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যেল এর মত গ্রীন কারের যে গাড়িগুলো পরিবেশের ক্ষতি করবে না। তারি সাথে দূষণের পরিমাণ কমাবে। তবে ইচ্ছা থাকলেও অনেকেরই সেই ইচ্ছা পূরণ হয়ে ওঠে না। কারণ এই ইলেক্ট্রিক ভেহিক্যেলের আকাশছোঁয়া দাম। তার জন্য আমাদের দেশের ইমপোর্ট ডিউটিও অনেকটাই দায়ী হয়ে যায়।  

ইলেকট্রিক গাড়ির দাম কমে দাঁড়াবে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির মতোই

এবার এই বিষয়ই আশার খবর শোনালেন ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গড়করি। তিনি Sustainability Foundation-এর এক ওয়েবিনারে এই বিষয়ে আশার আলো যুগিয়েছেন। জানিয়েছেন পরবর্তী দুই বছরের মধ্যেই ইলেকট্রিক ভেহিক্যেলের দাম কমে পেট্রোল চালিত ভেহিক্যেলের মতোই হয়ে দাঁড়াবে। যার ফলে দেশের আমজনতাও ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক ভেহিক্যেলের। 

এমন দাম কমে যাওয়ার কারণ হিসেবে তিনি এক কারণ জানিয়েছেন। তিনি জানাচ্ছেন ভারত সরকারের তরফ থেকে আগামী বছরগুলোতে ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন সম্বন্ধিত বেশ কয়েকটি ইনিশিয়েটিভস আনা হবে। যেগুলো এই গাড়ির দাম মারাত্মক রকম ভাবে কমিয়ে দেবে। 

তারই সাথে দেশের বিভিন্ন জায়গায় এবং বড় বড় হাইওয়ের পাশে থাকবে চার্জিং স্টেশন যেগুলো চলবে রিনিউয়েবল এলার্জিতে। ফলে পরিবেশ দূষণের পরিমাণ অনেকাংশে কমে যাবে। নিঃসন্দেহে তার এই দাবি প্রশংসাযোগ্য। 

জেনেনিন : PUBG New State-এর মধ্যে থাকছে এই দুর্দান্ত ফিচার গুলি, শত্রুকেও করে নেওয়া যাবে বন্ধু

এক্ষেত্রে পরিবেশ দূষণের মাত্রাও কমবে। তার জন্য সরকার যদি এই গাড়ি প্রোডাকশন এর উপর নানারকম ইনিশিয়েটিভস নিয়ে আসে, তাহলে নিঃসন্দেহে সেটা সকলের জন্যই উপকারী হয়ে দাঁড়াবে। কেন্দ্রীয় ট্রান্সপোর্ট মিনিস্টার শুধুমাত্র এটুকুই বলেই থামেননি। তিনি আরও জোর দিয়েছেন আগামী দিনগুলিতে ভারতে সোলার থেকে শুরু করে উইন্ড এনার্জি, বায়োমাস এবং টাইডাল এনার্জি কেও ব্যবহার করা হবে। কয়লা ব্যবহার কমিয়ে দেওয়া হবে অনেকটাই। 

তারি সাথে বাড়ি, অফিস এমনকি শপিং মলগুলোর আশেপাশেও গড়ে তোলা হবে ইলেকট্রিক ভেহিক্যেলের চারজিং স্টেশন। ফলে ধীরে ধীরে দেশের জনগণ এই ইলেকট্রিক ভেহিক্যেলের ব্যবহারে আগ্রহী হয়ে উঠবেন। যার ফলে উন্নতি হবে বর্তমানে খারাপ হয়ে যাওয়া পরিবেশ-পরিস্থিতির। 

নিঃসন্দেহে এটা দেশের জনগণের জন্য খুশির খবর। পরবর্তীকালে যদি দাম কমে আপনিও কি ইলেকট্রিক ভেহিক্যেল কিনবেন? নাকি পেট্রোল-ডিজেল চালিত গাড়ির প্রতি আপনার আগ্রহ থাকবে?

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।