হাবল স্পেস টেলিস্কোপ (Hubble Space Telescope) নিয়ে সমস্যা যেন কোন মতেই সঙ্গ ছাড়ছে না NASA-র। সকলকে হতাশ করে দিয়েই হাবল স্পেস টেলিস্কোপ যেন না ফেরার দেশে ফিরে যাচ্ছে ক্রমশ। 10 দিনের বেশি সময় ধরে হাবল টেলিস্কোপ ক্র্যাশ করে গেছে এবং এবার ফিরিয়ে না সত্যিই মুশকিল হয়ে যাচ্ছে।
আবার সমস্যায় Hubble Space Telescope
আজ থেকে 31 বছর আগে 1990 সালে প্রথমে হাবল স্পেস টেলিস্কোপ কে লঞ্চ করা হয়েছিল। তারপর থেকে মানব জাতিকে একের পর এক মহাকাশের বিস্ময়কর রহস্য উন্মোচনে সাহায্য করে গেছে বিজ্ঞানের এই বিস্ময়। এর ওজন 11 টন এবং সৌরজগতের রহস্য উন্মোচনে এতদিন পর্যন্ত এর জুড়ি মেলা ভার ছিল। তবে সমস্যা ক্রমাগত হাবল টেলিস্কোপ কে ব্যতিব্যস্ত করে তুলেছে।
গত জুলাই মাসেই এক মাস ধরে হাবল টেলিস্কোপ শাটডাউন হয়ে গিয়েছিল। বিশেষ করে সেই টেলিস্কোপ এর পেলোড কম্পিউটারের সমস্যা দেখা গিয়েছিল। বহু কষ্ট করে নাসার সাইন্টিস্ট হাবল টেলিস্কোপ কে ফিরিয়ে নিয়ে এসেছিল সেই সময়। তবে আবার 10 দিনব্যাপী হাবল টেলিস্কোপ এর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, তাহলে কি এই কয়েক দশক পুরনো হাবল স্পেস টেলিস্কোপ কে বাদ দেওয়া হবে এবার? প্রসঙ্গত উল্লেখ্য, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope) ইতিমধ্যেই লঞ্চের জন্য তৈরি হয়ে গেছে। এই টেলিস্কোপ আরো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই লঞ্চ করা হবে এই টেলিস্কোপ কে।
তাই অনেকেই প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে যখন নতুন এক টেলিস্কোপ লঞ্চ করা হবে, সেই সময় কি হাবল টেলিস্কোপ এর মত পুরনো প্রযুক্তিকে বাঁচিয়ে রাখা যুক্তিযুক্ত? গত অক্টোবর মাসের 23 তারিখে হাবল টেলিস্কোপে এরর দেখা গিয়েছিল। যদিও নাসার ইঞ্জিনিয়াররা এখনো আশা ছাড়তে নারাজ। অক্টোবরের 25 তারিখে তারা এই টেলিস্কোপ কে সেফ মোডে নিয়ে চলে এসেছিল। কিন্তু এখনও পুরোপুরি ভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে নিয়ে আসা যায়নি। নাসার টিম যদিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে 30 বছরের পুরোনো এই বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসতে।
গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।