নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে Dislike Count দেখানো বন্ধ করবে YouTube, যারা ইউটিউব শুরু করছেন তাদের জন্য দারুন খুশির খবর

YouTube New Feature ShresthoTech

ইউটিউব (YouTube) এখন আমরা জীবনের প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে ব্যবহার করে থাকি। তার সেটা এন্টারটেইনমেন্ট পারপাসেই হোক বা যেকোনো বিশেষ তথ্য জেনে নেওয়া। পৃথিবীর শ্রেষ্ঠ এই ভিডিও সার্চ ইঞ্জিন প্লাটফর্ম গুগল এর অধীনে রয়েছে। আর এবার এই প্লাটফর্মে নতুন ইউটিউবারদের বা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে এক খুব সুন্দর ঘোষণা করল ইউটিউব। 

Dislike Count দেখানো বন্ধ করবে YouTube

ইউটিউব অফিশিয়ালি জানিয়েছে যে এবার থেকে যেকোনো ভিডিওতে ডিজলাইক কাউন্ট (Dislike Count)-কে তারা প্রাইভেট (Private) করে দেবে। অর্থাৎ সম্পূর্ণভাবে ডিজলাইক আইকনটিকেই তুলে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র যারা ভিডিওর ক্রিয়েটর রয়েছেন তারাই এক নির্দিষ্ট ভিডিও তে কতগুলো ডিজলাইক পড়েছে তা দেখতে পারবেন। অন্য কেউ কত ডিজলাইক পড়েছে তার দেখতে পারবেন না। 

জেনেনিন : লঞ্চ হতেই সমস্যায় PUBG New State, দু’ঘণ্টা পিছিয়ে গেল অফিশিয়াল লঞ্চ

ইউটিউব এর সমস্ত প্লাটফর্মেই এই নতুন আপডেট নিয়ে চলে আসা হবে খুব শীঘ্রই। ইউটিউব এর পক্ষ থেকে জানানো হচ্ছে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অযথা তাদেরকে এই ডিজলাইক অ্যাটাক করে হেনস্থা করা হচ্ছিল। যার ফলে সমস্যায় পড়েছিলেন তারা। এমনকি সেই সমস্যা মানসিক দিক থেকেও ক্ষতিসাধন করছিল অনেকেরই। 

আর এই সমস্যা দূরীকরণে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা। এর ফলে অযথা ভিডিওতে ডিজলাইক করে দিয়ে কেউ নতুন ইউটিউবারদের হেনস্থা করতে পারবে না। তবে প্রয়োজন পড়লে ডিজলাইক দিতে পারবেন আগের মতোই। তবে সেই ডিজলাইক শুধুমাত্র ইউটিউবার নিজে দেখতে পারবেন। 

এই বিষয়ে বেশ কিছুদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছিল ইউটিউব। বেশ কিছু সমীক্ষা চালিয়ে যাচ্ছিল তারা এই ডিজলাইক বাটন কেমন ক্ষতি সাধন করছে সেই বিষয়ে সরাসরি সঠিক খবর পাওয়ার জন্য। তার রেজাল্ট পাওয়ার পরই ইউটিউব এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যারা নতুন ইউটিউবার রয়েছেন এবার থেকে তারা ইউটিউব ক্রিয়েটর স্টুডিও মধ্যেই ডিজলাইক কত পড়েছে নির্দিষ্ট ভিডিওতে তা দেখতে পারবেন।

নিঃসন্দেহে খুব সুবিধা হবে এই ফিচারের জন্য। বিশেষ করে যারা সদ্য সদ্য ইউটিউবের জগতে পদার্পণ করেছেন তাদের। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।