অফিশিয়াল লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Xiaomi 12 Mini স্মার্টফোনের যাবতীয় তথ্য, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

Xiaomi 12 Mini

Xiaomi আগামী ডিসেম্বর মাসে চীনে Xiaomi 12 সিরিজ লঞ্চ করতে চলেছে। যার মধ্যে থাকছে Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12 Ultra মডেলের তিনটি অসাধারণ স্মার্টফোন। একই সাথে জানা গেছে সংস্থা Xiaomi 12 Mini স্মার্টফোন নিয়ে কাজ করে চলেছে। টিপ্সস্টার Mayank Kumar ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম ফাঁস করেছেন।

Xiaomi 12 Mini সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.28-Inch FHD+ Flat AMOLED Display। একই সাথে পেয়ে যাবেন HDR10+, 480Hz Touch Response, 120Hz Refresh Rate এবং 1500nits Brightnessand সুবিধা। স্মার্টফোনের মধ্যে সম্ভাব্য রয়েছে Snapdragon 870 SoC।

এছাড়াও পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা। যার মধ্যে থাকছে OIS যুক্ত 100MP Primary Camera, 20MP Ultrawide Lens, 5X Optical Zoom Lens এবং 2x Portrait Lens। একই সাথে পাবেন 4700mAh ব্যাটারি। এরই পাশাপাশি ইনক্লুড রয়েছে 67W Fast Wired Charger এবং 50W Wireless চারজিং সিস্টেমও।

এখানেই শেষ নয় পাবেন Bluetooth 5.2 Support, IP68 Certification, Dolby Atmos বিশিষ্ট Harman Stereo Dual Speakers। স্মার্টফোনটি 7.96mm পাতলা এবং এর ওজন রাখা হয়েছে 176 গ্রাম। চলুন এবার দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

জেনেনিন : অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েক দিনেই Google Play Store-এ 1 কোটি ডাউনলোড! চমকে দিল PUBG New State

দাম কত হতে চলেছে?

সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটির 8GB+128GB মূল্য ¥3599 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 42,000 টাকা। একই সাথে 8GB+256GB দাম রাখা হয়েছে ¥3899 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 45,500 টাকা। এছাড়াও 12GB+256GB মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে ¥4299 অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 50,150 টাকার কাছাকাছি।

লঞ্চ Date কবে?

ইতিমধ্যে টিপস্টার একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন স্মার্টফোনটি আগামী 21 শে ডিসেম্বর চীনে লঞ্চ হবে। ভারতের বাজারে স্মার্টফোনটির উপলব্ধতা নিয়ে এখনই বলা সম্ভব নয়। তবে এই বিষয়ে বিস্তারিত আপডেট দিতে থাকবো আমরা।