200 দিন পর ভালোভাবে বসলাম, পৃথিবীতে ফিরে আবেগতাড়িত Thomas Pesquet, শুরু জিমে যাওয়া

Thomas Pesquet International Space Station

200 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (International Space Station)-এ কাটিয়েছেন তিনি। এই ছয় মাসের বেশি সময় ধরে ভারহীন অবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন নানান বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায়। তারপর অতি সম্প্রতি SpaceX-এর Crew Dragon Capsule করে পৃথিবীতে ফিরে এসেছেন। তার সাথে এসেছেন আরও চারজন মহাকাশচারী। 

ফেরার সময়ও সমস্যা কম ছিল না। স্পেসএক্সের টয়লেট সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছিল তাদেরকে। যার জন্য ডাইপার পড়ে কুড়ি ঘন্টার অভিযান শেষ করে পৃথিবীতে স্প্লাসডাউন করেছেন তারা। আর অবশেষে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ফিরে গেছেন নিজের বাড়িতে। আর তার পরই এই আবেগপ্রবণ পোস্ট করেছেন Thomas Pesquet। তিনি জানিয়েছেন, “200 দিন ভালোভাবে কোনোকিছুর উপর বসিনি। হেলান দিয়ে বসার কথা তো বাদই দিলাম। আমাকে একটু ব্রেক দিন।”

পৃথিবীতে ফিরে আবেগতাড়িত Thomas Pesquet

ছবিতে দেখা যাচ্ছে তিনি আরাম করে একটি সোফার উপর বসে রয়েছেন পা ছড়িয়ে। হাতে রয়েছে টিভির রিমোট। পাশে রাখা রয়েছে স্মার্টফোন। বোঝাই যাচ্ছে পৃথিবী ফিরে বহুপ্রতিক্ষিত প্রিয়জনদের সান্নিধ্য তিনি ভালোভাবেই উপভোগ করছেন। তবে তাই বলে শুধুমাত্র অলসতা করেই কাটিয়ে দিচ্ছেন না তার সময়। অতিসম্প্রতি তার এক পোস্টে দেখা যাচ্ছে তিনি আবার এক্সারসাইজ করা শুরু করে দিয়েছেন। যোগদান করেছেন জিমে। 

জেনেনিন : অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েক দিনেই Google Play Store-এ 1 কোটি ডাউনলোড! চমকে দিল PUBG New State

জিমে নানা রকম কায়দা-কসরত করে নিজেকে পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা তিনি করে যাচ্ছেন তিনি। আর এর কারণও তিনি জানাতে ভোলেননি। জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রত্যেকদিন 2 ঘণ্টা করে জিম করতে হত তাদেরকে। শরীর-স্বাস্থ্য ঠিক রাখার জন্যই এমন নিয়ম সেখানে। কিন্তু তবুও দীর্ঘ ছয়মাস ভারহীন অবস্থায় থাকার ফলে তাদের মাসল আগের থেকে অনেক অলস হয়ে যায়। তার সাথে শরীরের হাড় হয়ে যায় দুর্বল। ব্যালেন্স সংক্রান্ত নানান রকম সমস্যা দেখা দিতে থাকে তাদের। 

তাই পৃথিবীতে ফিরে পৃথিবীর মধ্যাকর্ষণ টানের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে, আর নিজেদের হারানোর ক্ষমতা ফিরে পেতে প্রয়োজন স্পেশাল এক্টিভিটিজের। প্রয়োজন রিকভারীর। সেই জন্যই জিমে গিয়ে ইতিমধ্যে এক্সাসাইজিং শুরু করে দিয়েছেন তিনি। চলছে স্পেশালিস্ট দের তত্ত্বাবধানে সঠিক অনুশীলন। 

সঠিকভাবে তার মিশন সম্পন্ন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাকে। তিনি সকলের কাছে অনুপ্রেরণা। এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।