Instagram Reels থেকেও করা যাবে টাকা ইনকাম, আসছে Instagram Reels Bonus Programme

সারাবিশ্বে অত্যধিক জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম। তারা তাদের Reels প্লাটফর্ম কে ইন্ট্রোডিউস করেছিল অনেকদিন আগেই। এবার আসছে সেখান থেকে টাকা ইনকাম করার সুযোগ। আপনি যদি একজন Instagram Reels Creator হন। তাহলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিচার। 

কিভাবে হবে Instagram Reels থেকে টাকা ইনকাম? 

ইন্সটাগ্রাম এর মধ্যেই থাকা Reels বেসিক্যালি একটি Short Video Creating Platform। টিকটক বা এরকম শর্ট ভিডিও মেকিং প্লাটফর্ম গুলোর মতই এখানে আপনি খুব ছোট ছোট ভাইন্স, মিউজিক ভিডিও ইত্যাদি ক্রিয়েট করে আপলোড করতে পারেন। ইতিমধ্যেই ইন্সটাগ্রাম এর তরফ থেকে এই প্লাটফর্ম কে অত্যাধিক রকমের বুস্ট করা হচ্ছিল। 

এবার এই প্লাটফর্মে ক্রিয়েটরদের কথা মাথায় রেখেই Instagram Reels Bonus Programme আনতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত বিষয় খোঁজ করেছেন iOS developer Alessandro Paluzzi। তিনি কিছু কোড অ্যানালিসিস করতে করতেই বিষয়ে খোঁজ পেয়েছেন। মনে করা হচ্ছে এর সাহায্যে ইনস্টাগ্রাম Reels ক্রিয়েটররা টাকা ইনকাম করার সুযোগ পাবেন।

তিনি যে স্ক্রিনশটটা শেয়ার করেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি Earn Money with Bonuses অপশন আছে। যেখানে বলা হয়েছে Get Paid for Your Reels অপশন রয়েছে! এবং তার নিচে লেখা রয়েছে Earn Bonuses from Instagram when You Share New Reels। অর্থাৎ আপনি যখন নতুন Reels Share করবেন তখন আপনি Instagram থেকে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়াও তার নিচে আপনার আর্নিং Progress Track করার অপশন রয়েছে। অর্থাৎ টাকা ইনকাম করার জন্য ইউটিউবে যেমন নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। তেমনই ইনস্টাগ্রামেও কিছু শর্ত রাখা হবে। সেই শর্তাবলী পূরণ করতে আপনি কতটা অগ্রসর হয়েছেন সেটা ট্র্যাক করতে পারবেন সেই অপশন থেকে। 

জেনে নিন : কিভাবে আপনার Facebook Profile Lock করবেন? জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বোনাস অপরচুনিটি নিয়ে আসা হবে Instagram Reels Creator-দের জন্য। যেটা আমরা বুঝতে পারছি তার নিচে থাকা Access New Earning Opportunities অপশন থেকে। Alessandro Paluzzi এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি Tweet করেছেন। দেখেনিন তার করা টুইটটি-

ভারতের TikTok ব্যান হয়ে যাবার পর থেকে টিকটকের মতোই এই প্লাটফর্ম ইন্ট্রোডিউস করে Facebook-এর মালিকাধীন Instagram। তারপর থেকেই জনপ্রিয়তা অত্যধিক রকমের বাড়তে থাকে। এই প্ল্যাটফর্মকে আরো ইউজারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই নতুন পথ অবলম্বন করতে চলেছে ইনস্টাগ্রাম বলেই মনে করা হচ্ছে। তবে কবে এই সুবিধা অফিসিয়ালি ইন্ট্রডিউস করা হবে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

সদ্য সদ্য ইউটিউবও তাদের YouTube Shorts Creator-দের জন্য বিশাল অ্যামাউন্টের কথা ঘোষণা করেছিল। যেটাও তারা তাদের ক্রিয়েটরদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে এমন শোনা যাচ্ছিল। তারি মাঝে আবার এই ধরনের খবর নিয়ে চলে এলো ইনস্টাগ্রাম। নিঃস্বন্দেহে ইনস্টাগ্রাম Reels ইউজারদের জন্য অত্যন্ত সুখবর এটি।