আপনি যদি একজন YouTube Shorts ক্রিয়েটর হন তাহলে আপনার জন্য সুখবর। এবার ইউটিউব শর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 100 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ প্রায় 735 কোটি টাকার একটি ফান্ড তৈরি করেছে। এই ফান্ড ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে ইউটিউব শর্টস ক্রিয়েটরদের মধ্যে।
YouTube Shorts যদি আপনার এখনও অজানা থাকে। তাহলে জেনেনিন। এটি ইউটিউবের তৈরি একটি শর্ট ভিডিও প্লাটফর্ম। টিকটকের মতো শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন গুলোর অত্যাধিক জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর ইউটিউব এই শর্টস ভিডিও প্লাটফর্ম কে লঞ্চ করে। যেখানে খুব ছোট ছোট ভিডিও তৈরি করা যায়। যেগুলো রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউব এর মধ্যে। ইউটিউব এর তরফ থেকেই শর্ট ভিডিও কে এখন পুশ করা হচ্ছে অত্যধিক রকমের বেশি।
প্রায় 735 কোটি টাকার ফান্ড নিয়ে আসা হচ্ছে YouTube Shorts ক্রিয়েটরদের জন্য
এবার যুব সমাজের মধ্যে এই ইউটিউব শর্টসকে আরো বেশি ছড়িয়ে দিতে। আর তারই সাথে নতুন আরো ক্রিয়েটরদের তাদের প্লাটফর্মে নিয়ে আসার জন্য ইউটিউব ঘোষণা করল তাদের এই বিশাল YouTube Shorts Fund এর ব্যাপারে। ইউটিউব থেকে ঘোষণা করে বলা হয়েছে এই 100 মিলিয়ন ইউএস ডলারের ফান্ড 2021 এবং 2022 সালের মধ্যে ইউটিউব শর্টস কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে দেওয়া হবে।
তবে YouTube ভালোভাবেই তাদের ব্লগ পোস্টে জানিয়েছে যে সমস্ত সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই টাকা পাবেন না। আপনি কিভাবে এই Fund থেকে অ্যামাউন্ট পাবেন সেটা ডিপেন্ড করবে আপনি কেমন ধরনের কনটেন্ট তৈরি করতে পারেন। শুধুমাত্র তাই নয়। ইউনিক কন্টেন্ট তৈরির সাথে সাথে সেগুলো আপনার ইউজারদের কতটা আনন্দ দিচ্ছে বা কতটা এঙ্গেজমেন্ট আর ভিউ নিয়ে আসছে তার উপর ডিপেন্ড করবে আপনার ইনকাম।
জেনে নিন : কিভাবে আপনার Facebook Account সুরক্ষিত রাখবেন? এই পদ্ধতি গুলি অবশ্যই খেয়াল রাখুন
প্রত্যেক মাসে হাজার হাজার এমন ক্রিয়েটরদের অ্যাপ্রচ করবে ইউটিউব। তাদের মধ্যে এই এমাউন্ট দেওয়া হবে। তারা এটাও জানাতে ভোলেনি যে এই ফান্ড পাওয়ার জন্য আপনাকে YouTube Partner Programme-এর অংশ হতে হবে এমন কিছু ব্যাপার নয়। আপনার কন্টেন্টের মধ্যে যদি আগের উল্লেখিত পয়েন্টগুলো থাকে তাহলে আপনিও এই ফান্ড থেকে টাকা পেতে পারেন। ইউটিউবে তরফ থেকে আশ্বস্ত করে বলাও হয়েছে এইটা হচ্ছে শুধুমাত্র একটি প্রথম পদক্ষেপ। খুব শীঘ্রই ইউটিউব শর্টস কে মনিটাইজ করার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
কবে থেকে পাওয়া যাবে এই এমাউন্ট?
এখনও পর্যন্ত ইউটিউব শুধুমাত্র এই 100 মিলিয়ন ইউএস ডলারের ফান্ড সম্পর্কেই ঘোষণা করেছে। এখনও ইন্ট্রোডিউস করা হয়নি এই ফান্ডকে। ইউটিউবে তরফ থেকে তাদের ব্লগ পোস্টে বলা হয়েছে খুব শীঘ্রই আগামী কয়েক মাসের মধ্যেই এই ফান্ড আনা হবে সবার মধ্যে। তাই আপনি যদি ইউটিউব শর্টস ক্রিয়েট করেন তাহলে আপনার জন্য খুশির খবর। এখনই ইউনিক এবং এঙ্গেজিং শর্টস তৈরির দিকে মন দিন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।