Instagram তাদের Instagram Lite App এ অবশেষে নিয়ে এলো ইন্সটাগ্রাম Reels এর সুবিধা। এখন ভারতের ইউজাররা এই ইনস্টাগ্রাম লাইট অ্যাপ্লিকেশন থেকেও Instagram Reels ব্যবহার করতে বা অ্যাক্সেস করতে পারবেন।
এতদিন পর্যন্ত শুধুমাত্র Instagram অ্যাপ্লিকেশনেই এই Reels এর সুবিধা উপলব্ধ ছিল। কিন্তু গত ডিসেম্বর মাস থেকে Instagram Lite অ্যাপ ভারতে যাত্রা শুরু করে। মাত্র 2MB সাইজ এটির এবং অনেক ইউজার এই অ্যাপ্লিকেশন কে পছন্দ করতে থাকে বড় Instagram অ্যাপ্লিকেশন এর পরিবর্তে। তাই ধীরে ধীরে এই অ্যাপ্লিকেশনে Reels এর প্রয়োজন অনুভব করছিল সবাই।
ইউজারদের প্রয়োজনের কথা বিবেচনা করেই এবার Instagram ভারতে তাদের Instagram Lite অ্যাপ্লিকেশনে নিয়ে চলে এলো Instagram Reels এর সুবিধা। কিন্তু ইউজাররা এই Reels তৈরি করতে পারবেন না এখনও।
জেনে নিন : Realme Narzo 30 Pro 5G স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার, জেনেনিন বিস্তারিত
তারই সাথে ইনস্টাগ্রাম তাদের এলগরিদমেরও পরিবর্তন নিয়ে আসছে। এর ফলে আরও অরিজিনাল কন্টেন্ট প্রমোট করবে তারা। সুবিধা হবে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরদের।
Instagram Reels কি?
Instagram এর Reels কে বলা যায় Tiktok এরই বিকল্প। এখানেও শর্ট ভিডিও তৈরি করা যায়। সাথে মিউজিক বা ফিল্টার ব্যবহার করে। যদিও এখানে এখনও কোনো মনিটাইজ ফিচার নেই। তবে শীঘ্রই আসতে পারে সেই সুবিধাও। আপনিও কি Instagram Reels ব্যবহার করেন? আমাদের জানাতে ভুলবেন না!
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।