Netflix-এ মুভি দেখছেন? স্বাদ পরিবর্তন করে নিন Game খেলে, শীঘ্রই আসছে এই সুবিধা

অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে Netflix-এর জনপ্রিয়তা আকাশচুম্বী। এবার মনে করা হচ্ছে নেটফ্লিক্স তাদের এই অত্যধিক সমৃদ্ধ মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে। খুব শীঘ্রই তারা পদার্পণ করতে চলেছে গেমিং ইন্ডাস্ট্রিতে। যেখানে নেটফ্লিক্সে আপনার পছন্দের মুভি বা টিভি শো উপভোগ করতে করতে আপনি আনন্দ নিতে পারবেন গেমিংয়েরও। অভিনব এই কনসেপ্টই এবার নেটফ্লিক্স বাস্তবায়িত করতে চলেছে। 

কেমন হতে চলেছে Netflix Gaming?

ভিডিও স্ট্রিমিং হিসাবে নেটফ্লিক্স আমাদের কাছে অত্যধিক জনপ্রিয়তা পেয়েছেই। এবার গেমিং প্ল্যাটফর্ম হিসেবে আমাদের মন ছুঁতে চাইছে নেটফ্লিক্স। আর সেই জন্য ইতিমধ্যে নানান পদক্ষেপ তারা নিয়ে চলেছে। সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় তাহলে খুশির খবর সকলের জন্য।

এবার আপনি যদি একজন নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হয়ে থাকেন। তাহলে সেখানে আপনার পছন্দের মুভি অথবা টিভি শো অথবা ওয়েব সিরিজ দেখতে দেখতে। আপনি আপনার পছন্দের গেমও খেলে নিতে পারবেন। এই বিষয়ে নেটফ্লিক্স অনেকদিন থেকেই প্ল্যানিং চালিয়ে যাচ্ছে। 

সমস্ত কিছু যদি ঠিকঠাক চলে তাহলে এবার Google Stadia, Apple Arcade এর মত গেমিং এর জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলিকে রীতিমতো টেক্কা দিতে পারে নেটফ্লিক্স। নেটফ্লিক্স এর আগেও তাদের পপুলার শো এর ভিত্তিতে গেম রিলিজ করেছে। তাদের জনপ্রিয় ওয়েব সিরিজ Money Heist নিয়ে তারা এক গেম রিলিজ করেছে। তার সাথে স্ট্রেঞ্জার থিংস নিয়েও তাদের গেম রয়েছে।

আরও জানুন : Cyclone Yaas কে Track করুন আপনার স্মার্টফোন থেকেই, জেনেনিন কিভাবে করবেন

সেইরকমই মনে করা হচ্ছে অত্যাধিক জনপ্রিয় শো গুলিকে নিয়ে তারা তৈরি করতে পারে তাদের গেম। এছাড়াও নানান third-party গেমও তাদের এই প্লাটফর্মে থাকতে পারে। যেগুলি থেকে পছন্দের গেম খেলে নিতে পারবেন নেটফ্লিক্স সাবস্ক্রাইবাররা। 

কবে রিলিজ হতে পারে নেটফ্লিক্সের গেমিং প্লাটফর্ম?

এই নতুন সার্ভিস কবে রিলিজ হবে সে বিষয়ে এখনো কোনো রকম অফিসিয়াল ঘোষণা করেনি নেটফ্লিক্স। তবে সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে 2022 সালে লঞ্চ হতে পারে তাদের এই প্ল্যাটফর্ম। অফিসিয়ালি রিলিজ যেদিনই করা হোক না কেন। ইতিমধ্যে নেটফ্লিক্স ব্যবহারকারীরা এই নতুন সংবাদে রীতিমত খুশি।