কিভাবে আপনার WhatsApp Account Fingerprint Lock করবেন? জেনেনিন আর সিকিউর থাকুন

how-to-enable-fingerprint-lock-in-your-whatsapp-account-easily

হোয়াটসঅ্যাপ এর মধ্যেই ইনবিল্ড অনেক সিকিউরিটি ফিচারস (WhatsApp Inbuilt Security Features) রয়েছে। যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে অনেকটা সুরক্ষিত রাখতে সাহায্য করে। আর তারই মধ্যে একটা হল এই হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক (WhatsApp Fingerprint Lock) ফিচারটি। 

এর সাহায্যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে আপনার ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লক করে রাখতে পারবেন। জেনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার হোয়াটস্যাপ একাউন্ট কে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লক করবেন। 

কিভাবে হোয়াটস্যাপ একাউন্ট Fingerprint Lock করবেন?

সেটা করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর ডান দিকে উপরে কোনে থ্রি ডট মেনু (Three Dots Menu) রয়েছে। তার উপর ট্যাপ করুন। 

WhatsApp Account Fingerprint Lock

তারপর যে মেনু খুলবে তার একদম নিচে পেয়ে যাবেন সেটিংস (Settings) অপশন। সেটিংস অপশন এর মধ্যে চলে যান। তারপর পেয়ে যাবেন একাউন্ট (Account) অপশন। একাউন্ট অপশন এর উপর ট্যাপ করে দিন। 

তারপর প্রথমে রয়েছে প্রাইভেসি (Privacy)। প্রাইভেসি মধ্যে গেলেই সেই লিস্টের একদম নিচে ফিঙ্গারপ্রিন্ট লক (Fingerprint Lock) রয়েছে। তার উপর ট্যাপ করে দিন এবং পরবর্তী পেজে দেখুন আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট (Unlock With Fingerprint) অপশন রয়েছে। সেটাকে অন (On) করে দিন। এরপর আপনাকে কনফার্ম ফিংগারপিন্ট (Confirm Fingerprint) করতে বলা হবে।

জেনে নিন : ইউটিউবের অসাধারণ কয়েকটি স্বাস্থ্যকর সেটিংস যা আপনার অবশ্যই জানা উচিত 

কনফার্ম ফিঙ্গার প্রিন্ট করার পর অটোমেটিক্যালি লক এর সময়টাকে আপনি বেছে নিতে পারবেন। আপনি চাইলে সঙ্গে সঙ্গে অটোমেটিক লক হয়ে যাবে। অথবা আপনার ব্যবহারের এক মিনিট পর লক হয়ে যাবে। অথবা 30 মিনিট পর লক হয়ে যাবে। তিনটের মধ্যে যেকোনো একটি সময় বেছে নিতে পারবেন। আপনার পছন্দের সময়টি বেছে নিন তাহলেই হবে। 

ওই নির্দিষ্ট সময় পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অটোমেটিক লক হয়ে যাবে। তারপর যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাবেন সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হবে। সেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হলে তবেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। 

জেনে নিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন

নিঃসন্দেহে খুব সুন্দর একটি ফিচার এবং এই ফিচারগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত। আর যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে চান এটা ছাড়াও আরো কিছু ফিচার রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এর মধ্যেই। এগুলি আপনার WhatsApp একাউন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। অবশ্যই সেগুলো জেনে নিন আর সুরক্ষিত থাকুন।