2007 সালে ইউটিউবে আপলোড করা ভিডিওটি মনে পড়ে? যেখানে এক ছোট ভাই তার বড় ভাইয়ের হাতের আঙ্গুল কামড়ে দিচ্ছে! হ্যাঁ, সেই চার্লি বিট মাই ফিংগার (Charlie Bit My Finger) ভিডিওটাই এখন এই NFT হিসেবে বিক্রি হলো 5 লক্ষ পাউন্ড দিয়ে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে যেটা দাঁড়ায় প্রায় 5 কোটি 15 লক্ষ 51 হাজার 46 টাকা। দাম শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি।
কেন এই Charlie Bit My Finger ভিডিওটা এত দামে বিক্রি হল?
ঘটনার সূত্রপাত 2007 সালে। তখন কোন ভিডিও কাউকে পাঠাতে গেলে এখনকার মতো এতো সুযোগ সুবিধা ছিল না। তাই হাওয়ার্ড ডেভিস-কার তার দুই ছেলের দুষ্টুমির ভিডিও পাঠিয়ে ছিলেন তার দাদু দিদাকে খুব কষ্ট করেই। যেটা পরবর্তীকালে ঘুরেফিরে ইউটিউবে আসে।
যে ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছিলাম দুষ্টু মিষ্টি এক ছোট ভাই যার নাম চার্লি। সে তার বড় ভাইয়ের হাতের আঙ্গুল দিয়ে দুষ্টুমি করে তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে কামড়ে দিচ্ছে! প্রথম কামড় একটু সহ্য করে নিলেও পরের কামড়টা কিঞ্চিৎ জোরে হয়ে যাওয়াতে বড় ভাই একটুখানি কেঁদে উঠেছিল। আর তাতেই চার্লির দুষ্টুমি মাখা মিষ্টি হাসি। যা নেটদুনিয়ার মন গলাতে বেশি সময় নেয়নি।
2007 সালে ইউটিউবে আপলোড করা সেই ভিডিওটা এখনও পর্যন্ত 885 মিলিয়ন ভিউ পেয়েছে। যেটা এককথায় সত্যিই অবিশ্বাস্য। এই ভিডিওটা এখনো পর্যন্ত ইউটিউবে সর্বাধিক দেখে থাকা ভিডিও তালিকায় জায়গা দখল করে নেয়। আর সেই মন জয় করে নেওয়া ভিডিওই এবারে NFT অর্থাৎ Non-Fungible Token হিসেবে এত কোটি টাকা ঝুলিতে পুরে নিল।
জেনে নিন : খুব শীঘ্রই এই ইন্টারেস্টিং ফিচার্স আসতে চলেছে WhatsApp-র, খুশির হওয়া ইউজারদের মধ্যে
আর এত টাকা নিয়ে কি করবে দুই ভাই? সেই দুই ভাই এখন আর ছোট নেই। কালের নিয়মে তারা এখন বড় হয়েছে। বড় ভাই হ্যারি এখন 17 বছরের। আর ছোট ভাই চার্লির এখন 15 বছর বয়স। তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা উত্তর দিয়েছে এই টাকা দিয়ে তারা পড়াশোনার কাজ মেটাতে চায়।
তাদের কলেজ ইউনিভার্সিটির খরচ-খরচা এই টাকা দিয়ে মিটিয়ে ফেলতে চায় তারা। তার সাথে তাদের আরও দুই ভাই রয়েছে। রয়েছে তাদের কলেজে যাওয়ার খরচ হিসাবেও এই টাকা অনেক সাপোর্ট করবে বলে জানিয়েছে তারা। ভাগ্যিস চার্লি সেই কামড় দিয়েছিল!