Battlegrounds Mobile India করলো নতুন রেকর্ড, হতবাক সকলেই

গত মাসের 18 তারিখ অর্থাৎ মে মাসের 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার প্রি-রেজিস্ট্রেশন (Pre-registration)। যা ইতিমধ্যে শুরু হয়েছে শুধুমাত্র এন্ড্রয়েড (Android) প্লাটফর্মের জন্যই।

কিন্তু তারই মধ্যেই এক হতবাক করে রেকর্ড করে ফেলল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে শুধুমাত্র Android প্লাটফর্মেই এখন কুড়ি মিলিয়নের উপর প্রি-রেজিস্ট্রেশন হয়ে গেছে এই গেমের। অর্থাৎ 2 কটির বেশি প্রি-রেজিস্ট্রেশন! আর এই বিপুল পরিমাণ সংখ্যা pre-registration করা সম্ভব হয়েছে মাত্র দুই সপ্তাহে। এই সংখ্যা প্রকাশ হতেই সকলে রীতিমতো হতবাক হয়ে গেছেন। দেখেনিন এই বিষয়ে তাদের করা Tweet- 

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া প্রি-রেজিস্ট্রেশন হওয়ার আগেই সকলেই রীতিমতো এক্সাইটেড ছিল এই গেম নিয়ে। Krafton ও Battlegrounds Mobile India সবসময়ই সমস্ত রকম ভাবে চেষ্টা করে গেছে এই হাইপ বজায় রাখতে। Pre-registration করলে স্পেশাল আওয়ার্ডসও দেবার কথা ঘোষণা করা হয়েছে।  

জেনে নিন : Battlegrounds Mobile India সম্পর্কে এই অবাক করা তথ্য গুলো জানেন কি? ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া অজানা তথ্য!

তবে সমস্ত কিছুই এখনও এন্ড্রয়েড প্লাটফর্মের জন্যই। iOS এর জন্য এই গেম আসবে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সে ঘোষণাও হয়ে যাবে। যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে আইওএস প্লাটফর্মে থাকা এই গেমের লাভাররা।

অপরদিকে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ঘোষণার পর থেকেই একের পর এক বিপদ নেমে আসতে থাকে এই গেমের উপর। ইতিমধ্যে অরুণাচল প্রদেশের MLA প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই গেমটি ব্যান করার অনুরোধ জানিয়েছেন। 

আবার দেখা গেছে Google Play Store-এ এই গেমের অফিসিয়াল লিংকেই রয়েছে পাবজি মোবাইল এর উল্লেখ। যদিও ডেভেলপাররা সবসময় চেষ্টা করেছিলেন এই গেমটি পাবজি মোবাইলের সাথে তুলনা না করতে। কিন্তু তবুও এই বিপদ এসে গেছে।

যদিও এই বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি। আর সমস্ত কিছু যদি ঠিকঠাক যায় তাহলে মনে করা হচ্ছে pre-registration শুরু হওয়ার এক মাস পরে, অর্থাৎ জুন মাসের 18 তারিখেই হয়তো এই গেমটিকে অফিশিয়ালি লঞ্চ করে দেওয়া হবে ভারতে। 

আর লঞ্চের আগে এই গেম সম্পর্কে এই ঘোষণা রীতিমতো উত্তেজিত করে তুলবে এই গেমের ফলওয়ার্সদের। আপনি কি pre-registration করেছেন? জানাতে ভুলবেন না।