কিভাবে জিও ফোনে ফ্রি ফায়ার খেলব? Jio Phone-এ Garena Free Fire খেলার বাস্তবতা

free-fire-on-jio-phone

ফ্রী ফায়ার (Free Fire) মোবাইল গেম নিয়ে আমাদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অন্যান্য Battle Royle গেম গুলিকেও রীতিমত টেক্কা দিয়ে চলেছে Garena-র এই মোবাইল গেম টি। সরাসরি PUBG-র মতো জনপ্রিয় মোবাইল গেম এর সাথেও এর লড়াই চলে। আর সেই জন্যই প্রশ্ন ওঠে কিভাবে জিও ফোনে ফ্রি ফায়ার খেলব? (How to play free fire on jio phone? Kivabe jio phone free fire khela jay?)

ফ্রী ফায়ার এর জনপ্রিয়তা হবে নাই বা কেন? এই গেম খেলার জন্য আপনাকে হাই-এন্ড স্মার্টফোন ব্যবহার করতে হয় না। বেশিরভাগ এন্ট্রি লেভেলের স্মার্টফোন ব্যবহার করেই আপনি এই গেমটি উপভোগ করতে পারবেন।

নিঃসন্দেহে যার জন্য এই গেমটি সবাই কাছেই উপভোগ্য হয়ে দাঁড়িয়েছে। 

এর আগে আমরা ফ্রি ফায়ার মোবাইল গেম সম্পর্কে অবাক করা সব তথ্য জানিয়েছিলাম। এবার এই এক অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব।

সবার মনেই প্রশ্ন আসে জিও ফোনে এই ফ্রী ফায়ার গেমটি কে ডাউনলোড করে খেলা যাবে কিনা।

আজকের আপনাকে সেই বিষয়ে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো। 

জিও ফোনে ফ্রি ফায়ার ! 

জিও ফোনে ফ্রি ফায়ার (free fire on jio phone)! বর্তমানে এই বিষয়ে অনেক ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে।

ভিডিও গুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একজন তার জিও ফোনে ফ্রি ফায়ার গেম খেলছেন। 

কেউ কেউ কোন এক ওয়েবসাইটের নাম বলছেন। সেই ওয়েবসাইট থেকে গেমটি ডাউনলোড করে খেলছে এমন ক্লেইম করছেন। 

আবার কেউ জানাচ্ছেন নির্দিষ্ট একটি USSD টাইপ করতে জিও ফোনে। তবেই সেই গেমটি ডাউনলোড এর লিঙ্ক পাওয়া যাচ্ছে।

আবার কেউ সরাসরি ক্লেম করছেন তার নাম্বারে SMS করতে। তাহলে তিনি জিও ফোনে ফ্রি ফায়ার গেম ডাউনলোড এর লিঙ্ক পাঠিয়ে দেবেন। 

আর এখানেই উঠছে এই দামি প্রশ্ন। জিও ফোনে কি ফ্রি ফায়ার গেম খেলা যায়? 

প্রথমেই আমাদের জেনে নিতে হবে জিও ফোন সম্পর্কে-

আমাদের দেশে এখনো পর্যন্ত দুই ধরনের জিও ফোন উপলব্ধ রয়েছে। একটি হল Jio Phone এবং অপরটি হলো Jio Phone 2।

দেশে ক্রমবর্ধমান ফোনের চাহিদা দেখে Reliance Jio এই KaiOS বেসড ফোনটিকে লঞ্চ করেছিল। 

দেশের কোটি কোটি সাধারণ ইউজারদের কথা মাথায় রেখেই JioPhone লঞ্চ করা হয়েছিল। 

যেখানে হাই-এন্ডের মোবাইল গেম আমরা খেলতে পারিনা। জিও ফোনের স্পেসিফিকেশন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব এই ফোন KaiOS এর উপর ভিত্তি করে তৈরি। 

অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় কোন ধরনের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ্লিকেশন এই স্মার্টফোনের সাপোর্ট করবে না কয়েকটি ছাড়া।

এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে মাত্র 512 MB RAM যেটা ফ্রি ফায়ার এর মত গেমকে সাপোর্ট করবে না। 

আর তাছাড়া আপনি যদি ফ্রী ফায়ার এর অফিশিয়াল রিকোয়ারমেন্টস টা দেখেন। তাহলে বুঝতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্যই এই গেম উপলব্ধ রয়েছে।

KaiOS এর মত প্লাটফর্ম এই গেম কে সাপোর্ট করেনা।

জেনে নিন : Free Fire বা COC যেকোনো গেমের Diamonds কিনে নিন সম্পূর্ণ বিনামূল্যে, জেনেনিন অসাধারণ এই পদ্ধতি সম্পর্কে

সমস্ত দিক দেখে এটা নিশ্চিতভাবেই বলা যায় জিও ফোনে আপনি এই ফ্রী ফায়ার গেমটি কে উপভোগ করতে পারবেন না। 

এছাড়াও ফ্রী ফায়ার গেমটির মধ্যে নানা রকমের ইন ডিসপ্লে কন্ট্রোল আমাদের ব্যবহার করতে হয়। যেটা জিও ফোনে ব্যবহার করা অসম্ভব।

সমস্ত দিক বিবেচনা করে ব্যাপারটা হতাশ জনক হলেও সত্যি। আপনি কোন মতেই আপনার জিও ফোনে ফ্রী ফায়ার মোবাইল গেম টি কে চালাতে পারবেন না। 

সচেতন থাকুন 

এ বিষয়ে অবশ্যই সাবধান থাকুন। ইন্টারনেটে এমন অনেক ফেক ওয়েবসাইট রয়েছে। যেগুলো ক্লেইম করে সেখানে অ্যাকাউন্ট তৈরি করলে।

বা আপনার সম্পর্কে ডিটেইলস দিলে আপনি আপনার জিও ফোনে ফ্রি ফায়ার গেম থেকে ডাউনলোড করে খেলতে পারবেন। 

অথবা বলা হয় একটা নির্দিষ্ট জায়গায় আপনার ফোন নাম্বার দেওয়ার পর। আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে ফ্রি ফায়ার গেম এর ডাউনলোড লিংক পাঠিয়ে দেওয়া হবে।

যার ফলে আপনি এই Free Fire গেম কে তখন আপনার স্মার্টফোনে ডাউনলোড করে উপভোগ করতে পারবেন।

আবার কোন কোন লিংকে আমরা খেয়াল করেছি আপনার কাছ থেকে কিছু টাকাও চেয়ে নেওয়া হয়।

বলা হয় টাকা মিটিয়ে দেওয়ার পর তবে আপনি আপনার জিও ফোনে Free Fire Game Download করে উপভোগ করতে পারবেন।

তবে সাবধান। এই রকম কোনো কিছুই সত্যি নয়। এই সমস্ত উপায় গুলি হল লোক ঠকানোর ফন্দি।

আপনি যদি মনে করেন টাকা দিলেই বা আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিলেই আপনার জিও ফোনে আপনি ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন। তাহলে সেটা মারাত্মক ভুল চিন্তাভাবনা। কখনোই এরকম ফাঁদে পা দেবেন না। 

জেনে নিন : অল্প টাকায় বেশি ব্যাটারি প্রয়োজন? 10,000 টাকার মধ্যে এই রিয়েলমির স্মার্টফোন গুলি দেখে নিন

ফ্রী ফায়ার গেম যদি আপনি উপভোগ করতে চান তাহলে অনেক কম দামি স্মার্টফোন রয়েছে। যেগুলোতে আপনি ফ্রি ফায়ার গেম কে উপভোগ করতে পারবেন।

তাই অকারণ আপনার জিও ফোনে ফ্রি ফায়ার গেম ডাউনলোড করার চেষ্টা করবেন না। 

আরও কিছু প্রশ্নের উত্তর জেনেনিন-

দয়া করে এই আর্টিকেলটিতে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। তাদেরকেও জানিয়ে দিন সম্পূর্ণ ব্যাপারটা। আর তাদের ভুল ভাঙিয়ে দিন। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।