কোভিড 19 মোকাবিলায় 110 কোটি টাকার অর্থ সাহায্য করে ভারতের পাশে থাকার বার্তা দিলেন Twitter CEO জ্যাক ডরসি

twitter ceo donates 110 crores to help india fight covid 19

ভারতের কোভিড 19 সিচুয়েশন দিনের পর দিন খারাপ হতে চলেছে। এই পরিস্থিতি সারাবিশ্ব এগিয়ে এসেছে ভারতের সাহায্যার্থে। বিশ্বের বিভিন্ন টেক কোম্পানিগুলোও দেশের পাশে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে Twitter CEO জ্যাক ডরসি ভারতকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য করলেন। আর এই কোভিড পরিস্থিতি লড়তে সাহায্য করলেন।

দেশজুড়ে ঝাঁপিয়ে পড়েছে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ। আর এই পরিস্থিতিতে প্রত্যেকদিন 4 লক্ষ জন আক্রান্ত হচ্ছেন। আজই এই আক্রান্ত সংখ্যা কমে দাঁড়িয়েছে 3.4 লক্ষ। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালেন জ্যাক ডরসি। তিনি তার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছেন।

জেনে নিন : ফিরে আসছে পাবজি মোবাইল Battlegrounds Mobile India নামে, তবে নামের সাথে সাথে থাকছে আরও বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন

ভারতীয় মুদ্রায় 110 কোটি টাকা তিনি ডোনেট করেছেন এই মহৎ উদ্দেশ্যে। তার টুইটার অ্যাকাউন্টে তিনি স্পষ্টভাবেএই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি এই টাকা ডোনেট করেছেন বিভিন্ন non-profit অর্গানাইজেশনের অর্থাৎ এনজিওর মাধ্যমে। সেগুলো হলো CARE, AIDINDIA এবং SEWAUSA। তাদের মধ্যে এই ফান্ড ভাগ করে দেওয়া হয়েছে। তার সাথে তিনি একটি গুগোল ডকুমেন্ট শেয়ার করেছেন যেখানে গিয়ে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাওয়া যাবে-

AIDINDIA-র তরফ থেকে টুইট করে জ্যাক কে ধন্যবাদ জানানো হয়েছে। তারই সাথে SEWAUSA-র তরফ থেকে জানানো হয়েছে তাদের স্বেচ্ছাসেবকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তারাও ধন্যবাদ জানাতে ভোলেননি টুইটারের CEO কে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইটিমধ্যেই গুগল, মাইক্রোসফট, শাওমির মত জগদ্বিখ্যাত কোম্পানিগুলো এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস যুগিয়েছেন তারা। তারই মধ্যে জ্যাক ডরসি তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। নিঃসন্দেহে যেটা প্রশংসার দাবি রাখে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।