চীনে ডেটা ট্রান্সফার নিয়ে এবার মুখ খুলল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, বিস্তারিত জানিয়ে করা হল পোস্ট

battlegrounds mobile india players data was shared with third party in accordance with the game policy
Image Credit : Battlegrounds Mobile India

বহু প্রতিক্ষার পর অবশেষে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) ভারতে লঞ্চ হয়েছে বিটা টেস্টিং হিসেবে। লঞ্চ করা হলেও এই গেম পরবর্তীকালে সকলের জন্যই ওপেন করে দেওয়া হয়েছে। মাত্র একদিনের মধ্যে 5 মিলিয়ন ডাউনলোডও হয়ে গেছে। সমস্ত কিছু ঠিকই যাচ্ছিল কিন্তু পরে জানা যায় যে সমস্যার জন্য পাবজি মোবাইল কে ব্যান হতে হয়েছিল সেই সমস্যা এখনও বর্তমান রয়েছে। অর্থাৎ এখনও চীনের সার্ভারে চলে যাচ্ছে ভারতীয় ইউজারদের তথ্য। 

এমন দাবী উঠতেই নড়েচড়ে বসে ছিল সকলে। মনে করা হয়েছিল আবার হয়তো ব্যান হয়ে যাবে এই জনপ্রিয় ব্যাটেল রয়েল গেম। এমনকি ভারত সরকারের তরফ থেকে ইনভেস্টিগেশন হতে পারে এই বিষয়ে এমন কথাও শোনা যাচ্ছিল। দেশ জুড়ে অগণিত ভক্ত হতবাক হয়ে গিয়েছিল Krafton-এর এই পরিস্থিতি দেখে। সমস্ত রকম আটঘাট বেঁধেই গেম থেকে লঞ্চ করা হয়েছে। সমস্ত নিয়ম তারা মেনেছে এমনই দাবি করছিল ক্রাফটন। কিন্তু এরপর এই খবর সত্যিই বজ্রাঘাত এর মতই ছিল। 

এমন পরিস্থিতিতে সমস্ত দোষ স্বীকার করে নিল ক্রাফটন। আজই তারা এক পোস্টের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। BGMI সেই পোস্টে জানিয়েছে যে তারা সম্পূর্ণ রকম ভাবে সচেতন ডেটা ট্রান্সফার নিয়ে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে। বলা হয়েছে এই ডেটা ট্রান্সফারও গেমের সমস্ত নিয়ম মেনেই করা হয়েছে।  তার সাথে জানাতে ভোলেননি তারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে চলেছেন এই গেম কে সঠিকভাবে চালনা করতে।

জানেন কি : WhatsApp মাল্টি ডিভাইস সাপোর্ট ও ভিউ ওয়ান্স সম্পর্কে পাওয়া গেল গুরুত্বপূর্ণ খবর, কেমন হবে এই ফিচার গুলি?

শুধুমাত্র চালনা করাই নয়। নিরাপদ এবং সমস্যা ছাড়াই সিকিউর পরিবেশের মধ্যে এই গেমকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের এখন মূল লক্ষ্য। প্লেয়ার প্রাইভেসি, ডেটা সেফটি ও তার সাথে ডেটা প্রটেকশন হচ্ছে তাদের প্রথম প্রায়োরিটি এমনটাও জানাতে ভোলেনি তারা। দেশের আইন মেনেই তারা সমস্ত কিছু করবে উল্লেখ করা হয়েছে সেটাও। বলা হয়েছে খুব শীঘ্রই এর অফিসিয়াল রিলিজ করে দেওয়া হবে।

এর মাধ্যমেই IGN India-র রিপোর্টের সত্যতা প্রমাণিত হয়ে গেল। তারাই প্রথম সকলের সামনে নিয়ে এসেছিল যে ভারতীয় প্লেয়ারদের তথ্য এখনো চীনের সার্ভারে যাচ্ছে। তার পরই তড়িঘড়ি বেশিরভাগ এই তথ্য যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়। আর তারপরই আসছে Krafton-এর তরফ থেকে এই পোস্ট।  

BGMI লাভারদের এখন একটাই প্রার্থনা, এই গেম কে যেন সমস্ত পরিস্থিতি দেখে আবার ব্যান করে না দেওয়া হয়! এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শ্রেষ্ঠ টেক-এর এই স্পেশাল টেক আপডেট আপনার কেমন লাগছে সেটাও জানাবেন।