প্রি-রেজিস্ট্রেশন শুরু হওয়ার এক মাস পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) বেটা টেস্টিং (Beta Testing)-এর জন্য লঞ্চ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে বেটা টেস্টিংয়ের আর্লি এক্সেস কেউ সকলের জন্যই ওপেন করে দেওয়া হয়েছে।
অর্থাৎ এই গেম খেলতে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এখন আর কোন বাধা রইলো না। সকলেই এখন গুগল প্লে স্টোরে গিয়ে গেম টিকে ডাউনলোড করে খেলতে পারবেন খুব সহজেই।
কিন্তু এই পরিস্থিতিতেও বিতর্ক পিছু ছাড়ছে না ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার। IGN India-র থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে সমস্যার জন্য PUBG Mobile কে ব্যান হতে হয়েছিল ভারতে। সেই সমস্যার এখনো সমাধান হয়নি। অর্থাৎ এখনও চিনে চলে যাচ্ছে ভারতীয় ইউজারদের তথ্য। আর চীনের সাথে সংযোগ রয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার। যেটা হতবাক করে দিয়েছে সকলকে।
চীনের সাথে এখনও সংযোগ রয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার?
পাবজি মোবাইলের গ্লোবাল ডিস্ট্রিবিউটর Tencent একটি চীনা কোম্পানি হওয়ার জন্য। আর চীনের সাথে সংযোগ আছে দাবি করে PUBG Mobile কে ব্যান করে দেওয়া হয়েছিল ভারতে। পরবর্তীকালে সমস্যার সমাধান হিসাবে Krafton-এর সাথে ভারতে নিয়ে আসা হয় এই গেম কে। বলা হয়েছিল চীনের সাথে কোন সংযোগ নেই এই গেমের।
কিন্তু IGN India সম্প্রতি একটি খবর প্রচার করেছে যেখানে তারা সমস্ত প্রমান সহ দেখিয়েছে কিভাবে তারা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সাথে Tencent এর সার্ভারে সংযোগ পেয়েছে। এই পরীক্ষার জন্য তারা ব্যবহার করেছে ডেটা প্যাকেট স্নিফার অ্যাপ্লিকেশনকে। Battlegrounds Mobile India গেমটি খেলে পরবর্তীকালে তারা দেখেছেন কোন কোন তথ্যগুলো কোন জায়গায় পাঠানো হচ্ছে।
সেখানেই তারা খুঁজে পেয়েছেন এই তথ্যগুলো পাঠানো হচ্ছে Tencent-এর Proxima Beta সার্ভারে। যা Hong Kong-এ অবস্থিত। তার সাথে US, Mumbai ও Moscow-তে অবস্থিত মাইক্রোসফটের Azure সার্ভারেও পাঠানো হয়েছে।
পরবর্তীকালে IGN India কিছু সোর্সের মাধ্যমে এই তথ্যকে ক্রস চেক করেছে। তারপর তারা খুঁজে পেয়েছে এই সার্ভার গুলোর মধ্যে একটি সার্ভার চালনা করছে China Mobile Communications Corporation এবং এটি অবস্থিত বেইজিংয়ে। আরো কিছু সার্ভার তারা খেয়াল করেছে। সেগুলোর মধ্যে রয়েছে QCloud এবং তার সাথে রয়েছে AntiCheat Expert। দুর্ভাগ্যক্রমে এই দুটো সার্ভারই Tencent এর সার্ভার!
জেনেনিন : কাজ করা থামিয়ে দিল Hubble Space Telescope, দায়ী সেই টেকনিক্যাল সমস্যা
সবকিছু নিয়ে আবার বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে। তাহলে কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া হতে হবে ব্যান? যে সমস্যার জন্য পাবজি মোবাইল কে ব্যান হতে হয়েছিল সেই সমস্যা কি তাহলে এই গেমও আছে? গেমটি লঞ্চ হওয়ার আগেও আমরা দেখেছিলাম অরুণাচল প্রদেশের MLA একই দাবি তুলেছিলেন। বলা হয়েছিল এই গেম আদতে পাবজি মোবাইলই। শুধুমাত্র নাম চেঞ্জ করে ভারতে লঞ্চ করা হচ্ছে এই গেম কে।
এমন পরিস্থিতিতে আপনি কি মনে করেন? ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কি ভারতের টিকে থাকবে? নাকি আবার ব্যান হয়ে যাবে? অবশ্যই জানাতে ভুলবেন না আপনার মতামত।