বহু নিষেধ সত্ত্বেও চীনের সাথে হচ্ছে ডেটা শেয়ার, এবার তদন্ত হতে পারে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কর্মকান্ড নিয়ে

বহুদিন অপেক্ষার পর Battlegrounds Mobile India বিটা টেস্টিংয়ের জন্য লঞ্চ করা হয়েছে। অথচ লঞ্চ করার পরও এই গেম নিয়ে সমস্যার শেষ নেই। অতি সম্প্রতি IGN India তাদের মতো করে তদন্ত করেছে। যেখানে তারা দেখিয়েছে কিভাবে এখনো পর্যন্ত ভারতীয় ইউজারদের ডেটা চিনে অবস্থিত সার্ভারে ট্রান্সফার করা হচ্ছে। যেটা স্বভাবতই ভীতিপ্রদ। এমনকি এই গেম ব্যান হয়ে যেতে পারে এর ফলে সেটাও মানছেন অনেকে। 

আর এই পরিস্থিতিতে আরেকটা ব্যাপার ঘটে গেছে। IGN India-র তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত তথ্য চিনে যাচ্ছে বলে তারা জানিয়েছিল সেগুলি তারা চেক করে দেখেছে। সেখানে দেখা গেছে সেই সমস্ত সমস্যা গুলো এখন সংশোধন করে নেওয়া হয়েছে। অর্থাৎ Krafton এই ডেটা ট্রান্সফার সম্পর্কে ভালোভাবেই অবহিত রয়েছে। 

কিন্তু তবুও এখনো টেনসেন্ট Proxima Beta Server আগের মতোই বহাল তবিয়তে রয়েছে। তার কারণ হিসেবে তারা এটাও বলছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে পাবজি মোবাইল থেকে ডেটা ট্রান্সফারের জন্যই এই সার্ভারটিকে বন্ধ করতে পারেনি Krafton। 

এই পরিস্থিতিতে মিনাক্ষি লেখি, যিনি বিজেপির MP এবং তারই সাথে Parliamentary Committee on India’s Data Protection Bill এর চেয়ারপার্সন। তিনি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কে ট্যাগ করে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে এই ঘটনার তদন্ত হতেও পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনরকম ডিক্লারেশন করা হয়নি। 

এর আগেও আমরা দেখেছিলাম এক RTI এর উত্তরে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ান লঞ্চ না হওয়া পর্যন্ত এই গেম কে ব্যান করা সম্ভব নয়। সমস্ত ঘটনাপ্রবাহ দেখে এখন সবার মনে একটাই প্রশ্ন জাগছে তাহলে কি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে ব্যান করে দেওয়া হবে?

জানেন কি : ছেলেদের তুলনায় গেমিংকে ক্যারিয়ার হিসেবে বেশি বেছে নিতে চায় মেয়েরা, HP-র সমীক্ষায় উঠে এলো এমনই অনেক চাঞ্চল্যকর তথ্য

এই প্রশ্নের উত্তরে অনেকে বলছেন যতক্ষণ না Krafton সিরিয়াস কোনো ভুল করে বসছে। অর্থাৎ তাদের যে সমস্ত নিয়মাবলী দেওয়া হয়েছিল সেই সমস্ত নিয়মাবলীগুলো যতক্ষণ না তারা খুব খারাপভাবে অমান্য করছে। ততক্ষণ এই গেম কে ব্যান করা সম্ভব নয়।

আর এই সার্ভারের সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান দেখেই বোঝা যাচ্ছে Krafton-ও এক প্রকার মরিয়া হয়েই রয়েছে এই গেমকে সমস্ত রকম ব্যানের সুযোগ থেকে বাঁচাতে। আর টিকিয়ে রাখতে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশে। আপনার কি মনে হয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ব্যান হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।