Clubhouse কে টেক্কা দিতে FaceBook নিয়ে এল Live Audio Rooms ও Podcast এর সুবিধাও, কেমন হবে এই ফিচার?

facebook introduced clubhouse like feature live audio rooms and podcast
Facebook Live Audio Rooms (Image Credit : Facebook)

বিশ্বজুড়ে জনপ্রিয় অডিও বেসড সোশ্যাল নেটওয়ার্ক (Audio Based Social Network) Clubhouse এর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এই জনপ্রিয়তায় ভাগ বসাতে অন্যান্য জনপ্রিয় প্লাটফর্ম গুলোও এখন Clubhouse এর মতই ফিচার নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। আর এবার এই দলে যোগ দিল ফেসবুকও। 

আমরা আগেই জানিয়েছিলাম ফেসবুক ক্লাবহাউস এর মত ফিচার নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। সেই বক্তব্য কে সত্যি করেই ফেসবুক নিয়ে এল ফেসবুকের লাইভ অডিও রুম (Live Audio Rooms)। 

ঠিক Clubhouse এর মতোই এই লাইভ অডিও রুমের মধ্যে ফেসবুক ইউজার নির্দিষ্ট ইন্টারেস্ট এর উপর ভিত্তি করে নির্দিষ্ট রুম (Room) ক্রিয়েট করতে পারবেন। আর পরবর্তীকালে তার ফলোয়ার্সরা সেই লাইভ রুমে জয়েন করতে পারবেন। তার কথোপকথন শুনতে পারবেন ও করতে পারবেন ইন্টারাক্ট। একসাথে 50 জন স্পিকার কোন একটি নির্দিষ্ট বিষয়ে কথোপকথন চালিয়ে যেতে পারবেন একটি লাইভ রুমেতে। 

নিঃসন্দেহে বলা যায় এই ফিচার আমরা Clubhouse App এও দেখেছি। তবে ক্লাবহাউসের তুলনায় এর মধ্যে বেশকিছু ডিফারেন্স রয়েছে। এই Live Audio Room-এ ফেসবুক অ্যাপ্লিকেশন থেকেই ডোনেট করার অপশন থাকবে। করা যাবে ফান্ড রেইসও। এছাড়াও শ্রোতারা Raise a Hand অপশনটি ব্যবহার করে তাকে বলতে সুযোগ করে দেওয়ার রিকোয়েস্টও করতে পারবেন। তারই সাথে রিঅ্যাক্ট করার সুবিধাও থাকবে। 

এখনও পর্যন্ত সকলের জন্য এই ফিচার roll-out করে না দেওয়া হলেও বিশেষ বিশেষ কয়েকজন ব্যক্তি দের সাথে ফেসবুক পার্টনারশিপে এই ফিচার নিয়ে আসছে। শুধুমাত্র এই সুবিধাই নয়। ফেসবুক এছাড়াও নিয়ে আসছে পডকাস্ট এর সুবিধা। এর সুবিধা পাওয়া যাবে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকেই।

জানেন কি : লঞ্চ হয়ে গেল সবথেকে পাতলা ও হালকা স্মার্টফোন Xiaomi Mi 11 Lite, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার

এবার থেকে ইউজাররা ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই পডকাস্ট (Podcast) শুনতে পারবেন। নিজেদের প্রিয় ক্রিয়েটরদের পডকাস্ট সরাসরি নিউজফিডে দেখতে পাওয়া যাবে। সেই পডকাস্ট শুনতে চাইলে তার উপর ক্লিক করলেই ফুলস্ক্রীন অথবা মিনি এক প্লেয়ারে পডকাস্ট চলা শুরু হয়ে যাবে।

নিঃসন্দেহে এতদিন ধরে যেমন ধরনের Facebook App আমরা ব্যবহার করে আসছিলাম সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের আমূল পরিবর্তন হতে চলেছে এই নতুন ফিচার গুলো আসার মধ্যে দিয়ে। কেমন লাগলো আপনার এই ফিচার গুলো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শ্রেষ্ঠ টেক-এর এই স্পেশাল টেক নিউজ কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন।