মাত্র কয়েকদিন আগেই অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশন Tinder বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটা ইন্টারেস্টিং সেটিং ইন্ট্রোডিউস করে দিয়েছিল। এবার এই টিন্ডার অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটি খুবই ইন্টারেস্টিং সেটিংস লঞ্চ করে দেওয়া হল। যেগুলো আমাদের টিন্ডার এক্সপিরিয়েন্স কে আরও স্মুথ করবে। দেখে নেওয়া যাক এই সমস্ত সেটিংস গুলো।
প্রথম যে ফিচারটি টিন্ডারে নিয়ে আসা হচ্ছে তাহল প্রোফাইলে ভিডিও (Profile Video) এড করা। এবার থেকে প্রয়োজন হলে আপনি আপনার প্রোফাইলে ভিডিও এড করে রাখতে পারবেন। ভিডিও আপলোড করাই নয়। আপনি প্রয়োজন হলে সে ভিডিও সিলেক্ট বা ক্রপও করতে পারবেন App এর মধ্যে থেকেই।
নটা পর্যন্ত ভিডিও আপনার প্রোফাইলে এড করে রাখতে পারা যাবে। যুবসমাজকে টার্গেট করেই এই নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে। টিন্ডার ক্লেইম করছে এর ফলে খুব অথেন্টিক্যালি সকলেই নিজেদের এক্সপ্রেস করতে পারবেন টিন্ডারে।
দ্বিতীয় যে ফিচারটির ব্যাপারে জানানো হচ্ছে তা হল নতুন এক্সপ্লোর সেকশন (Explore Section)। অ্যাপ্লিকেশন এর মধ্যেই নতুন Explore Section আনা হচ্ছে। যেখানে নিজেদের পছন্দের এক্টিভিটিস অথবা প্যাশনস অনুযায়ী খুঁজে পাওয়া যাবে সাথীকে।
আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে ইন্টারেস্টেড ব্যক্তিকে খুঁজে পাবেন এই নতুন এক্সপ্লোর সেকশনের সাহায্যে। এমনকি খুব শীঘ্রই এর মধ্যে ফেস্টিভাল (Festival) এবং সেফ মোড (Chef Mode) নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে টিন্ডার। এখনো পর্যন্ত এই ফিচারটির লঞ্চ করা না হলেও খুব শীঘ্রই। এমনকি মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই টিচারটিকে roll-out করে দেবে তারা।
এরপরে যে ফিচারটি সম্পর্কে টিন্ডার জানিয়েছে তাহল Hot Takes। এর সাহায্যে অল্প সময়ের জন্য ম্যাচিং হওয়ার আগেই আপনি অপর জনকে মেসেজ করতে পারবেন। এখানে আপনাদের একটি টাইমার দিয়ে দেওয়া হবে এবং কথোপকথন চলতেই থাকবে আপনাদের।
যদি এই হট ডেকে পার্টিসিপেট করে কথোপকথন চালিয়ে আপনাদের টাইমার শেষ হয়ে যায়, তাহলে অটোমেটিক পেয়ার করে দেওয়া হবে একে অপরের সাথে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত এই হট টেকস এভেলেবেল থাকবে। তাই আপনি যদি টিন্ডার ব্যবহার করেন, অবশ্যই এই ফিচার টিকে ব্যবহার করে দেখুন।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।