Tinder ব্যবহারের সময় এই নতুন Settings অবশ্যই প্রয়োগ করুন, আর বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচান

tinder introduces new block contacts feature here is how you should use this

লকডাউন পরিস্থিতির মধ্যে এখন Tinder ব্যবহার প্রচন্ড রকম ভাবে করছেন মানুষ। এবং খুঁজে নিচ্ছেন তাদের মনমতো পার্টনার। এই বিষয়টির বেশি ভাবে প্রমোট করছে টিন্ডার। এবার তারা নতুন ফিচার নিয়ে চলে এলো তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। যা টিন্ডার ইউজারদের বিব্রতকর পরিস্থিতিতে পড়া থেকে রক্ষা করবে। দেখে নেওয়া যাক কোন কোন নতুন ফিচার নিয়ে এলো টিন্ডার তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। 

কোন নতুন ফিচার নিয়ে এলো টিন্ডার?

অনেক সময় টিন্ডার ব্যবহার করতে গিয়ে সোয়াইপ করার সময় আমাদের স্মার্টফোনে যে সমস্ত কন্টাক্টস সেভ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের সম্মুখীন আমাদের হতেই হয়। তিনি হতে পারেন আমাদের এক্স। বা হতে পারেন কোন ফ্যামিলি মেম্বার। তাছাড়াও হয়তো অফিসের কোন কলিগও এসে যেতেন পারেন আমাদের সামনে।

সেক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় আমরা। এবার টিন্ডারের নতুন সেটিংস দিয়ে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় কন্টাক্টস কে ব্লক (Block Contacts) করে দিতে পারবেন। ফলে আপনার সেই নির্দিষ্ট কন্টাক্টস পোটেনশিয়াল ম্যাচ হিসাবে আপনার সামনে আর উদয় হবেন না। 

এই নতুন ফিচার নিয়ে চলে এলো টিন্ডার তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। আর এই বিষয়টিকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সকল টিন্ডার ইউজাররা। তাই আপনি যদি টিন্ডার ব্যবহার করেন ভাল করে জেনে নিন কিভাবে এই নতুন সেটিংস ব্যবহার করতে পারবেন।

কিভাবে ব্যবহার করবেন এই নতুন Block Contacts সেটিং? 

এই নতুন Block Contacts সেটিংস ব্যবহার করার জন্য প্রথমেই আপনার টিন্ডার অ্যাপ্লিকেশন ওপেন করে নিন। তারপরে প্রোফাইল সেটিংস (Profile Settings) এ চলে যান। তার মধ্যেই আপনি পেয়ে যাবেন ব্লক কন্টাক্ট (Block Contacts) অপশন।

তার উপর ট্যাপ করে দিন। এরপরে আপনাকে আপনার ফোনের কন্টাক্ট লিস্ট (Contact List) দেখিয়ে দেওয়া হবে। তার মধ্যে থেকে যাদেরকে আপনি ব্লক করতে চান তাদের ওপর ট্যাপ করে নিন এবং সিলেক্ট করে নিন। ও তারপরে ব্লক করে দিন।

আপনার যদি পরবর্তীকালে এই ব্লক কন্টাক্ট লিস্ট (Block Contact List) দেখার প্রয়োজন হয়। তাহলে এই সেটিংস এর মধ্যেই ব্লক (Block) নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে গিয়ে ব্লক কন্টাক্টস গুলোকে দেখতে পেয়ে যাবেন আপনি।

জেনে নিন : Apple নিয়ে আসতে চলেছে Wireless Charging যুক্ত iPad Pro, তার সাথে নতুন ডিজাইনের iPad Mini, জেনে নিন বিস্তারিত

এছাড়াও আপনার প্রয়োজন হলে আপনি ইমেইল, আইডি অথবা কারোর নাম বা ফোন নাম্বার ব্যবহার করেও এই Block করতে পারবেন। এমনকি আপনি যদি মনে করেন কেউ একটি নির্দিষ্ট ফোন নাম্বার ব্যবহার করে পরবর্তীকালে হয়তো টিন্ডারে আসবেন। এবং আপনি এখন থেকেই সেই ফোন নাম্বারটি কে ব্লক করে রাখতে চান। তাহলে সেই কাজটিও আপনি এইভাবেই করে নিতে পারবেন খুব সহজেই। 

তাহলে আর দেরি কেন? এখনই নতুন সেটিংস টিকে ব্যবহার করতে থাকুন ও বিব্রতকর পরিস্থিতিতে পড়া থেকে নিজেকে বাঁচান।