Apple নিয়ে আসতে চলেছে Wireless Charging যুক্ত iPad Pro, তার সাথে নতুন ডিজাইনের iPad Mini, জেনে নিন বিস্তারিত

MagSafe নামে অ্যাপেলের নতুন ওয়ারলেস চারজিং টেকনোলজি লঞ্চ হওয়ার পর থেকেই আমরা বুঝতে পেরেছিলাম এবার একের পর এক MagSafe কম্পিটেবল ডিভাইস লঞ্চ করবে অ্যাপেল। আর মনে করা হচ্ছে সেই কথাটা এবার সত্যি হতে চলেছে। 

Patently Apple এর মতামত অনুযায়ী এই হিন্টসই পাচ্ছি আমরা। মনে করা হচ্ছে অ্যাপেল কাজ শুরু করে দিয়েছে একটি নতুন iPad Pro-র উপর। এই আইপ্যাড প্রো সাপোর্ট করবে ওয়ারলেস চার্জিং (Wireless Charging)। 

কেমন হবে এই iPad Pro?

মনে করা হচ্ছে MagSafe-এ কম্পিটেবল করার জন্য এই iPad Pro তে থাকবে গ্লাসব্যাক (Glass Back)। তবে তার মানে এই নয় যে Wired Charging সাপোর্ট করবেনা এই iPad Pro। অবশ্যই Wired Charging এর সুবিধা থাকবেই। তার সাথে কেউ চাইলে ওয়ারলেস চার্জিংও ব্যবহার করতে পারবেন এই আইপ্যাড প্রো-র আপকামিং মডেল কে। 

শুধুমাত্র এখানেই শেষ নয়। এই আইপ্যাড প্রোর সাথে আপেল ইনক্লুড করতে চলেছে রিভার্স ওয়্যারলেস চার্জিং (Reverse Wireless Charging) প্রযুক্তিও। অর্থাৎ এর ফলে অন্য কোনো ডিভাইস কে এই iPad Pro-র রিভার্স চার্জিংয়ের সুবিধা নিয়ে চার্জ দিতে পারবেন। যদিও এই চার্জিং অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। তবুও অ্যাপেলের এই পরিকল্পনাকে যুগান্তকারী বলে তুলনা করছেন অনেকেই।

জেনে নিন : Battlegrounds Mobile India থাকছে UAZ ভেহিক্যাল, নতুন টিজারে পাওয়া গেল প্রমান

আর এই প্রযুক্তিতে আইফোন (iPhone), অ্যাপেল ওয়াচ (Apple Watch) এই ডিভাইস গুলি আইপ্যাড প্রো মাধ্যমে চার্জ দেওয়া যাবে। তবে এই ডিভাইস হাতে পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2022 সাল পর্যন্ত। মনে করা হচ্ছে 2022 সালে এই নতুন ওয়ারলিস চার্জিং প্রযুক্তি যুক্ত আইপ্যাড প্রো লঞ্চ করা হবে।

কাজ চলছে নতুন iPad Mini নিয়েও

শুধু মাত্র এখানেই শেষ হচ্ছেনা অ্যাপেলের চমক। Patently Apple এর তথ্য অনুযায়ী অ্যাপেল নতুন একটি রিডিজাইনড আইপ্যাড মিনির উপর কাজ করে যাচ্ছে। যার মধ্যে আর এক যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবেই স্ক্রিনের জায়গায় অনেকটাই বেড়ে যাবে নতুন আইপ্যাড মিনি (iPad Mini) তে।

আইপ্যাড প্রো এবং আইপ্যাড মিনির মধ্যে অ্যাপলের নতুন প্রযুক্তিগুলো নিঃসন্দেহে অ্যাপেল ফ্যানদের কাছে গ্রহন যোগ্য হয়ে উঠবে। তবে এবার এগুলির দাম কত হয় সেটাও লক্ষণীয়।