খুব শীঘ্রই ভারতে আসছে গুগলের Pixel Buds A, জেনে নিন এখনও পর্যন্ত কি জানতে পারছি আমরা

google pixel buds a will be launched in india soon will be sold exclusively on flipkart

জুন মাসের 17 তারিখ থেকেই US এবং Canada তে লঞ্চ হয়ে যাবে গুগল এর ট্রু ওয়ারলেস ইয়ারবাডস (True Wireless Earbuds)। যার নাম রাখা হয়েছে Pixel Buds A এবং পরবর্তীকালে বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ করে দেওয়া হবে এই Pixel Buds A কে।

আর এই বিষয়ে গুগল এক টুইটের উত্তরে জানালো যে ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হবে Pixel Buds A। তবে লঞ্চ হবে সেটা নিশ্চিত হলেও ভারতে এর লঞ্চ ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। এই বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করা হলেও তারা সঠিক কোনো রকম তথ্য দেয়নি। 

চলুন দেখে নেওয়া যাক গুগল Pixel Buds A-র স্পেসিফিকেশনস-

গুগল Pixel Buds A এর মধ্যে আপনি হ্যান্ডস ফ্রি ভয়েস কমান্ড করতে পারবেন। এর মধ্যে থাকছে একবার চার্জ দিয়েই 5 ঘন্টা পর্যন্ত এর ব্যাটারি ব্যাকআপের সুবিধা।  যদি আপনি এর কেস টিকে ব্যবহার করেন তাদের 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এটি। এর মধ্যে পাবেন IPX4 সোয়েট ও স্প্ল্যাশ রেসিস্টেন্ট এর সুবিধা। 

গুগল ক্লেইম করে এর মধ্যে অরিজিনাল Buds এর মতোই সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। থাকবে আডাপটিভ সাউন্ডের (Adaptive Sound) সুবিধা। আর অবশ্যই থাকবে গুগল আসিস্ট্যান্টের সুবিধা। আরও জানা যাচ্ছে যে মাত্র 15 মিনিটের চার্জে 3 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Pixel Buds A থেকে।

জেনে নিন : বাচ্চাদের জন্য স্মার্টওয়াচ নিয়ে চলে এল GoQii, নাম GoQii Smart Vital Junior Smartwatch, দেখে নিন এর স্পেসিফিকেশনস, দাম ও সমস্ত কিছু বিস্তারিত ভাবে

তিনটে কালার ভেরিয়েন্ট এভেলেবেল হবে এই Pixel Buds A। তার মধ্যে অলিভ গ্রীন (Olive Green), হোয়াইট (White) এবং গ্রে (Grey)।

Pixel Buds A এর দাম 

গ্লোবাল মার্কেটে Pixel Buds এর দাম $179 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 13,000 টাকার সামান্য বেশি। আর এখনও পর্যন্ত এই Pixel Buds A এর দাম সম্পর্কে গুগলের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এর দাম $99। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যদি এই দামকে কনভার্ট করা যায় তাহলে তা হয় প্রায় 7300 টাকা মত। 

এবার দেখা যাক ভারতে Pixel Buds A কত দামে পাওয়া যায়। ভারতে এভেলেবেল হওয়ার পর Pixel Buds A পাওয়া যাবে Flipkart থেকে। এখন শুধু লঞ্চ হওয়ার অপেক্ষা।