প্রায় একমাস আগেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। প্রায় কুড়ি মিলিয়নেরও বেশি প্রি-রেজিস্টার হয়ে গেছে ইতিমধ্যেই। জানিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। যেটা এক কথায় বিশাল একটা নাম্বার।
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে এবার বিরক্তি সকলের
কিন্তু এখনও পর্যন্ত ক্রাফটন বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কেউই জানায়নি এই গেমটি কবে লঞ্চ হবে। এবার তার জন্যই মনে হচ্ছে পাবজি লাভারদের রোষানলে পড়েছে এই গেমটি। কবে লঞ্চ হবে এই গেম? গেমটি ঘোষণার পর থেকেই একের পর এক সমস্যা ধাওয়া করেছে এই গেমকে। শোনা গেছে ব্যান হয়ে যাবে এমন তথ্য।
আর এই পরিস্থিতিতে গেমটির জন্য অপেক্ষারত লক্ষ লক্ষ ইউজার সব সময় একটাই দাবি করেছে- খুব দ্রুত এই গেমটি রিলিজ করে দেওয়া হোক। বা অন্তত এই গেমের রিলিজ ডেট কবে সেটা জানানো হোক। ইতিমধ্যেই আমরা অনেক হিন্টস পেয়েছি Krafton এর তরফ থেকে।
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রত্যেক দিনই একের পর এক হিন্টস দেওয়া হয়েছে। উঠেছিল June 10 তারিখের লঞ্চের তত্ত্ব। কিন্তু সেই দিনেও লঞ্চ করা হয়নি এই গেম কে। এরপরে উঠে আসছে সেই হাতের পাঁচ 18 তারিখের কথা।
এই নিয়ে সদ্য সদ্য ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া একটি পোস্ট করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে। যেখানে আমরা দেখতে পাই বিখ্যাত স্ট্যাচু থিঙ্কার (The Thinker) এর আদলে তৈরি পাবজি হেলমেট পরিহিত এক প্লেয়ার। এবং তার পিছনে প্লেন এবং প্যারাসুটের সাহায্যে নেমে আসছে AirDrop।
এই ছবিটির সাথে লেখা রয়েছে ‘আপনি যতটা ভাবছেন তার থেকেওটাইম খুবই এগিয়ে এসেছে।’ কিন্তু তবুও এর মধ্যে কোনো রকম হিন্টস দেওয়া নেই এই গেমটি কবে লঞ্চ হবে। আর তাতেই এবার বেজায় চটেছে এই গেমের লাভাররা।
কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন “একবার Pre-Register করেছি। আর কতবার করব?” কেউ Battlegrounds Mobile India কে থ্যাংকস জানিয়ে বলেছেন “2040 সালে আমাদের নাতি হয়তো এই গেমটি খেলবে।” কেউ কেউ আবার বলছেন “অনেক হয়েছে, আর লঞ্চ করারও প্রয়োজন নেই এই গেমকে।” রীতিমতো ধৈর্য্যের বাঁধ ভেঙেছে সকলেরই তা বোঝাই যাচ্ছে।
জেনে নিন : শুরু হয়ে গেল Flipkart Big Savings Days, এই সমস্ত প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট
এখনো অনেক প্রশ্নই ফ্যানদের অজানা রয়ে গেছে। গেমটি লঞ্চ আদৌ হবে কিনা? তার সাথে আইওএস প্লাটফর্মে এই গেমটির স্ট্যাটাস কি? সেই বিষয়েও কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না। তবে কি এই মাসের 18 তারিখেই লঞ্চ হবে? সেই উত্তর কেউ দেওয়ার নেই।