শুরু হয়ে গেল Flipkart Big Savings Days, এই সমস্ত প্রোডাক্টে পাবেন হিউজ ডিসকাউন্ট

গতকালই ফ্লিপকার্টে Flipkart Plus Member দের জন্য লাইভ হয়ে গিয়েছিল বিগ সেভিং ডে’স (Flipkart Big Savings Days) সেল। আর এই সেল আজ থেকে সকলের জন্যই লাইভ হয়ে গেল। চলুন দেখে নেওয়া যাক এই সেলে কোন কোন প্রোডাক্ট হিউজ ডিস্কাউন্টে পাবেন। 

শুরু হয়ে গেল Flipkart Big Savings Days

Flipkart এরএই সেলে বিভিন্ন মোবাইল ফোন থেকে শুরু করে নানান ইলেকট্রনিক্স দ্রব্য, এমনকি টিভি এবং হোম অ্যাপ্লায়েন্স এর ক্ষেত্রেও পাওয়া যাবে হিউজ ডিসকাউন্ট। এছাড়াও ক্লোদিং, বিউটি এন্ড হোম ফার্নিচারস ইত্যাদির সমস্ত প্রোডাক্টের ওপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট। 

আপনি যদি স্মার্টফোন নেওয়ার কথা ভাবেন। তাহলে POCO M3 স্মার্টফোনটি  পাবেন হিউজ ডিসকাউন্ট এর সাথেই। এর মধ্যে পাবেন 6GB-64GB ভ্যারিয়েন্ট। রয়েছে 48MP প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 6000mAh এর ব্যাটারি। Qualcomm Snapdragon 662 প্রসেসর। এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন 10,449 টাকায়। 

জেনে নিন : আজ রয়েছে Infinix Note 10 Pro ও Infinix Note 10 এই দুটি স্মার্টফোনের প্রথম সেল, দেখেনিন এর দাম, অফার ও স্পেসিফিকেশন্স বিস্তারিত ভাবে

iPhone XR আপনি পাবেন 7901 টাকার ডিস্কাউন্টের সাথে। Realme 7 Pro যে পাবেন 5000 টাকার ডিসকাউন্ট।Samsung Galaxy F12 তে আপনি পেয়ে যাবেন 3000 টাকা ডিসকাউন্ট। এছাড়াও আপনি যদি Bluetooth Speaker নেওয়ার কথা ভাবেন তাহলে boAt Stone 300 ব্লুটুথ স্পিকার পাবেন মাত্র 1299 টাকায়। Sony SRS-XB12 ব্লুটুথ স্পিকার পাবেন মাত্র 3,799 টাকায়।

AC যে পাবেন 50% পর্যন্ত অফ। ইনভার্টারে 55%পর্যন্ত অফ। পাবেন স্যানিটাইজার বক্স মাত্র 899 টাকা থেকে। এছাড়াও বিভিন্ন এক্সেসাইজ মেটারিয়ালস, হোম এসেনসিয়ালস, কিচেন টুলস, ফার্নিচারস সমস্ত প্রোডাক্ট এর উপর হিউজ ডিসকাউন্ট রয়েছে। রয়েছে বেবি প্রোডাক্ট এর উপর ডিসকাউন্ট। তাই আপনি যদি এই ধরনের কোন প্রোডাক্ট নেওয়ার কথা ভাবছেন ফ্লিপকার্টের এই সেলটিকে মিস করবেন না। 

কতদিন চলবে এই সেল?

এই সেল চলবে জুন মাসের 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজ থেকে শুরু হয়ে 16 তারিখ পর্যন্ত রয়েছে এই সেল। 

স্পেশাল অফার

আপনার কাছে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড (State Bank of India Credit Card) থাকে তাহলে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন? পছন্দের প্রোডাক্ট ডিস্কাউন্টেড প্রাইস নিতে এখুনি ভিসিট করুন ফ্লিপকার্ট।