Apple Design Award জিতে নিলেন এক ভারতীয়, NaadSadhana-র জন্য

sandeep ranade wins apple design award for his naadsadhana app

2021 সালের জন্য অ্যাপেল ঘোষণা করে দিল তাদের অ্যাপেল ডিজাইন অ্যাওয়ার্ড (Apple Design Award)। এই অ্যাওয়ার্ড জিতে নিলেন একজন ভারতীয়। রীতিমতো গর্বের বিষয় সকল ভারতীয়দের জন্য। 

প্রতিবছরের মতো এবছরও অ্যাপেল ঘোষণা করে দিয়েছে তাদের অ্যাপেল ডিজাইন অ্যাওয়ার্ড উইনার লিস্ট। 6 টি ক্যাটাগরির মধ্যে থেকে মোট 12 জন উইনার কে বেছে নেওয়া হয়েছে। আর এই 6 টি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরির উইনার রয়েছেন পুনের একজন মিউজিশিয়ান ও ডেভেলপার। তার নাম Sandeep Ranade।

তিনি তার পুরস্কার জিতে নিয়েছেন NaadSadhana নামে তার তৈরি অ্যাপ্লিকেশনের জন্য। NaadSadhana বেসিক্যালি একটি স্টুডিও কোয়ালিটি মিউজিক এপ্লিকেশন। সমস্ত ধারার মিউজিশিয়ানদের তাদের মিউজিক কে প্রাকটিস করতে সাহায্য করে এই App।

জেনে নিন : YouTube Music নিয়ে এল Replay Mix, মিউজিক লাভারদের খুবই ভালো লাগবে এই ফিচার

প্রথমে এই অ্যাপ্লিকেশন ভারতীয় ক্লাসিক্যাল গানের প্র্যাকটিসেই সাহায্য করত। কিন্তু পরবর্তীকালে সাতটা বিভিন্ন ধারা মিউজিকের সাপোর্ট এসেছে এই অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) এবং Core ML একজন গায়কের গাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট ফিডব্যাক নিয়ে আসে।

জানিয়ে দিতে সাহায্য করে তার নোটস কতটা আকিউরেট। তার সাথে একটা ব্যাকিং ট্র্যাক তৈরি করে ফেলে। সব থেকে মজার বিষয় হল এই সমস্ত কাজ একদম রিয়েল টাইমেই করতে থাকে। কোন রকম দেরি হয়না এই কাজ করতে গিয়ে।

যেটা সকলের জন্য প্রয়োজন রকমের সুবিধাজনক হয়ে যায়। আইফোন এবং আইপ্যাড দু’জায়গাতেই NaadSadhana অ্যাপ্লিকেশনকে ব্যবহার করা যায়।

Sandeep Ranade-র এক ছাত্রীর একাকী প্র্যাকটিসের সময় কোন গাইডেন্স না থাকার জন্য সমস্যা হচ্ছিল। সেই সমস্যা সমাধানের জন্যই তিনি তৈরি করে ফেলেন এই অ্যাপ্লিকেশন যা পরবর্তীকালে আরো সমৃদ্ধ হতে থাকে। শ্রেষ্ঠ টেক- এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাকে।