শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M32 স্মার্টফোনটি, কেমন হবে এর স্পেসিফিকেশন্স? জেনেনিন এখুনি

samsung galaxy m32 will be launched soon in india check out its specifications and launch date

আগামীকালই ভারতে স্যামসাং (Samsung) তাদের নতুন সার্ভিস শুরু করেছিলো। যার নাম তারা দিয়েছিল We Care for You। যার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে আপনি ঘরে বসেই স্যামসাংয়ের কোন প্রোডাক্ট কেনার জন্য বা সার্ভিসিং এর ব্যাপারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে পারতেন। স্যামসাংয়ের কাস্টমারদের জন্য নিঃসন্দেহে দারুন সুন্দর একটা ইনিশিয়েটিভ। 

এবার শোনা যাচ্ছে Samsung Galaxy M32 লঞ্চ হতে চলেছে এই মাসেই। ইতিমধ্যেই আমরা এই স্মার্টফোন সম্পর্কে অনেক কিছু জানতে পারছি এদিক ওদিক থেকে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Samsung Galaxy M32 এর স্পেসিফিকেশন্স 

ইতিমধ্যেই স্মার্টফোনটি স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। মনে করা হচ্ছে এই স্মার্টফোনে থাকতে পারে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। যার মধ্যে থাকবে Infinity U নচ।

ক্যামেরার কথা বলতে গেলে স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকতে পারে 8 মেগাপিক্সেলের  আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। স্মার্টফোনে থাকবে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।  

জেনেনিন : ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে এবার বিরক্তি সকলের, লঞ্চ ডেট কবে? উঠছে প্রশ্ন

প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে থাকছে MediaTek Helio G85 প্রসেসর। আর 4GB RAM ও 64GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। থাকবে অ্যাডিশনাল Micro SD Card Slot যার ফলে এই স্মার্টফোনের স্টোরেজকে 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। 

ব্যাটারির কথা বলতে গেলে স্মার্টফোনে পাওয়া যাবে 6000mAh এর ব্যাটারি। স্মার্টফোন হবে Android 11 এর উপর বেসড করে তৈরি। তার উপর থাকবে One UI লেয়ার।  

আর ইতিমধ্যে এই স্মার্টফোনটি অফিশিয়াল ইমেজও পাবলিশ হয়ে গেছে স্যামসাংয়ের ওয়েবসাইটে। যার মধ্যে আমরা টেক্সচার্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছি। ব্যাক সাইড রয়েছে বর্গাকার ক্যামেরা মডিউল। আর তিনটে কালার ভেরিয়েন্ট সেই স্মার্টফোন পাওয়া যাবে- ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। তবে ভারতে মনে করা হচ্ছে ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালার নিজে আসা হবে। 

কবে লঞ্চ হতে চলেছে স্মার্টফোন?

মনে করা হচ্ছে এই স্মার্টফোনটি লঞ্চ হবে জুন মাসের চতুর্থ সপ্তাহে। অর্থাৎ এই মাসেরই শেষের দিকে লঞ্চ হতে পারে স্মার্টফোনটি।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।