ম্যাজিক্যাল ক্যামেরা এক্সপিরিয়েন্স চান? Google এর এই স্মার্টফোন পাবেন হতবাক করা ডিস্কাউন্টে

ইতিমধ্যে ফ্লিপকার্ট এর তরফ থেকে শুরু হয়ে গেছে Flipkart Big Savings Days। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এই বিষয়ে আপনাদের আগেই জানিয়েছিল আমরা। গেমিং স্মার্টফোনে ইন্টারেস্টেড থাকলে ASUS ROG Phone 3 এর ডিস্কাউন্টের কথা জানানো হয়েছিল। আজ গুগলের একটি স্মার্টফোনের ওপর দারুন ডিসকাউন্ট রয়েছে। অবশ্যই জেনে নিতে ভুলবেন না।

Google Pixel 4a পেয়ে যাবেন দারুন ডিস্কাউন্টেড প্রাইসে 

গত বছরই গুগোল লঞ্চ করেছিল তাদের Google Pixel 4a স্মার্টফোনটি। স্মার্টফোনের অফিশিয়াল দাম রয়েছে 31,999 টাকা। Flipkart Big Savings Days-এ আপনি 15% অফ পেয়ে যাবেন। এই ডিসকাউন্ট দিয়ে বর্তমানে এই স্মার্টফোনটির দাম রয়েছে 26,999 টাকা মাত্র।

এছাড়াও আপনার কাছে যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি অ্যাডিশনাল 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 

এখানেই শেষ নয়। আপনি যদি এক্সচেঞ্জ অফারে এই স্মার্টফোনের নিতে চান তাহলে 15,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ রেট পেয়ে যাবেন। এই স্মার্টফোনটির নিঃসন্দেহে এক দারুন অফার। আপনি যদি Google Pixel 4a স্মার্টফোনটি নেওয়ার কথা ভাবছিলেন তাহলে নিঃসন্দেহে এই সুযোগটিকে মিস করবেন না।

Google Pixel 4a স্পেসিফিকেশনস 

Google Pixel 4a-এর মধ্যে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 730G প্রসেসর। 6GB RAM থাকছে ডিভাইসে এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 3140 mAh এর ব্যাটারি। আর এর ক্যামেরা কোয়ালিটি তো অসাধারণ। বিশেষত এটাকে ক্যামেরা স্পেশাল ফোনই বলা যায়।

জেনে নিন : ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে এবার বিরক্তি সকলের, লঞ্চ ডেট কবে? উঠছে প্রশ্ন

এর মধ্যে অসাধারণ সমস্ত ক্যামেরা মোডস পাওয়া যাবে। যেগুলো দারুন উপকারে লাগে পিক্সেল কাস্টমারদের। রয়েছে পোর্ট্রেট মোড, নাইট সাইট ইত্যাদি। ভিডিওর কথা বলতে গেলেও খুব দক্ষতার সাথে ভিডিও শুট করা যায় এই স্মার্টফোনে। রয়েছে ভিডিও স্টেবিলাইজেশনের সুবিধাও। এই স্মার্টফোনের ক্যামেরা কে সমীহ করতেই হবে আপনাকে।