প্রোডাক্ট কেনার আগে ঘরে বসেই করুন Appointment Book, কোভিড পরিস্থিতিতে কাস্টমারদের কথা ভেবেই নতুন ইনিশিয়েটিভ স্যামসাংয়ের

samsung introduces we care for you initiative now schedule appointment before going to stores

বর্তমান করোনা পরিস্থিতির কথা খেয়াল রেখে এবার স্যামসাং (Samsung) একগুচ্ছ অফার নিয়ে এল তাদের কাস্টমারদের সেফটির কথা বিবেচনা করে। তারমধ্যে যেমন স্যামসাং প্রোডাক্ট শপিং করার আগে আপনি এপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তেমনই হোম ডেমো (Home Demo) রিকোয়েস্টও করতে পারবেন।

Samsung নিয়ে এল একগুচ্ছ নতুন সুবিধা 

কোভিড সিচুয়েশন কন্ট্রোলে এসেও যেন কন্ট্রোলে আসতে চাইছে না। আর এই পরিস্থিতিতে নিজেদের কাস্টমারদের কথা বিবেচনা করেই স্যামসাং নতুন ইনিশিয়েটিভ নিয়ে এল। এই ইনিশিয়েটিভ কে তারা বলছে We Care for You। 

যার ফলে ভারতীয়রা এবার স্যামসাং প্রোডাক্ট শপিংয়ে যাওয়ার আগে থেকেই এপয়েন্টমেন্ট বুক করে নিতে পারবেন। এর ফলে স্টোরে গিয়ে আর ভিড়ের সম্মুখীন হতে হবে না তাদের। রক্ষা পাওয়া যাবে মারাত্মক করোনা ভাইরাস থেকে।

আপনি যদি এই রকমই এপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে স্যামসাংয়ের নতুন Shop by Appointment পোর্টালকে ব্যবহার করতে হবে আপনাকে। যার জন্য 9870494949 এই নাম্বারটি কে আপনার স্মার্টফোনে সেভ করে নিন। তারপর WhatsApp এ Book লিখে পাঠান এই নাম্বারে।

জেনে নিন : অসাধারণ ডিস্কাউন্টে পাবেন Asus ROG Phone 3, গেমিং ফোন চাইলে অবশ্যই দেখুন

এরপরে কিছু সিম্পল স্টেপস আসবে। সেইগুলোকে ফল করে আপনি Appointment বুক করতে পারবেন। এই একই সুবিধা নিয়ে যদি মনে হয় কোন প্রোডাক্টের হোম ডেলিভারি লাগবে আপনার। অথবা হোম ডেমোর প্রয়োজন। তাহলে সেটাও রিকোয়েস্ট করতে পারবেন আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেই।

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না স্যামসাংয়ের এই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। এই নতুন পদ্ধতিতে আপনি চাইলে ফিজিক্যাল ইনভয়েস না নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে E-Invoice রিকোয়েস্ট করতে পারবেন। ফলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়াও হবে আপনার ইনভয়েস।

আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলেও গ্যালাক্সি ট্যাব, গ্যালাক্সি স্মার্টওয়াচ, গ্যালাক্সি বাডসের ক্ষেত্রে আপনি স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি বিশেষ বিশেষ কিছু ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্ভিস বুক করতে চান। এবং আপনি যদি আগে থেকেই স্যামসাংয়ের কাস্টমার হয়ে থাকেন। তাহলে আপনি স্পেশাল রিওয়ার্ডস পয়েন্ট পেয়ে যাবেন। 

নিঃসন্দেহে স্যামসাংয়ের এটা দারুন একটি ইনিশিয়েটিভ। বর্তমান পরিস্থিতিতে ভিড় এড়িয়ে চলাই উপযুক্ত। সমস্ত কিছু খেয়াল রেখেই স্যামসাং নতুন ইনিশিয়েটিভ শুরু করলো ভারতবর্ষে। যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।