YouTube Music নিয়ে এল Replay Mix, মিউজিক লাভারদের খুবই ভালো লাগবে এই ফিচার

youtube music introduces replay mix your favourite music in one place
YouTube Music Introduces Replay Mix (Image: 9to5Google)

ইউটিউব ব্যবহার করে আমরা নিত্য নতুন ভিডিও উপভোগ করি। তার সাথে ইউটিউব মিউজিক (YouTube Music App) ব্যবহার করে গান শোনার প্রবণতা আমাদের আমাদের সকলের মধ্যেই রয়েছে। 

ইউটিউব মিউজিক নিয়ে এল Replay Mix

গান প্রেমিকদের জন্যই ইউটিউব মিউজিক নতুন একটা অপশন নিয়ে এল। ইউটিউব মিউজিক প্লে লিস্টের এই নতুন ফিচারটি হল Replay Mix। আপনি যদি ইউটিউব মিউজিক ব্যবহার করেন। তাহলে My Mix এরপরই আরেকটা প্লেলিস্ট আপনি দেখতে পাবেন। সেটাই এই Replay Mix।

এই নতুন অপশনে বিশেষ করে গত কয়েকদিন ধরে যে মিউজিকস আপনি YouTube Music এপ্লিকেশনে অত্যাধিক রকমের শুনেছেন। বা যেগুলো রিপিট হয়েছে বেশি সেই মিউজিক গুলোই এখানে ফিচার করা হবে।

জেনে নিন : Google Doodle এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে The Lady of the Stars কে, দেখেনিন আজকের গুগল ডুডলের গুরুত্ব

Mixed for You সেকশনের আন্ডারে My Supermix এর আগেই আপনি পেয়ে যাবেন এই Replay Mix। এর মধ্যে আপনার পছন্দেরই একশোটা গান থাকবে। এবং এই গানগুলোকে যতখুশি অটোপ্লে করা যাবে। অর্থাৎ একবার এই গানের লিস্ট শেষ হয়ে গেলও চিন্তা নেই। আবার অটো প্লে তে চলতে থাকবে এই গান।

জেনে নিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

এই একই ধরনের ফিচার আমরা স্পটিফাইতেও দেখেছিলাম। তবে স্পটিফাই তে এই ফিচার কে বলা হত On Repeat। এবার ইউটিউব মিউজিকেও চলে এল এই ধরনের ফিচার। নিঃসন্দেহে মিউজিক লাভারদের জন্য এই ফিচার কাজে লাগবে। আপনি কি ইউটিউব মিউজিক ব্যবহার করেন? না অন্য কোনো মিউজিক এপ্লিকেশন আপনার প্রিয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

আর আপনি যদি ইউটিউব মিউজিক ব্যবহার করেন। তাহলে এক্ষুনি এই ফিচার টিকে চেক করুন।