FaceTime ব্যবহার করেন? অবশ্যই জেনেনিন এই নতুন সুবিধা গুলি

apple announces so many interesting updates for facetime in wwdc 2021

অতিসম্প্রতি হয়ে গেছে অ্যাপেলের WWDC 21 ইভেন্টে। আপকামিং Apple এর iOS15 সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে ছিলাম আমরা। সেখানেই FaceTime সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেয় Apple। আপনি যদি FaceTime ব্যবহার করেন তাহলে এই ফিচারগুলো জানতেই হবে। 

FaceTime এর কোন গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করল Apple?

প্রথমেই যে আপডেটের ব্যাপারে না বললেই নয় তা হল শেয়ার প্লে (SharePlay)। এর সাহায্যে আপনি ফেসটাইমে অনেক প্রয়োজনীয় জিনিস শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। পারবেন মিউজিক, মুভি, টিভি শো থেকে শুরু করে লোকেশন- সমস্ত কিছু শেয়ার করতে। 

একসাথে দেখতে পারবেন বা শুনতে পারবেন আপনার পছন্দের গান বা ভিডিও।  এই সুবিধার সাহায্যে আপনি চাইলে যেকোন ওয়েবসাইট, এমনকি অ্যাপ্লিকেশনও কল পার্টিসিপেন্টসদের সাথে শেয়ার করতে পারবেন। এই ফিচার অনেক সাহায্য করবে গ্রূপ ভিডিও কলিং এর ক্ষেত্রে। 

অডিওর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে। নতুন অডিও ফিচার ইন্ট্রোডিউস করেছে অ্যাপল। যাকে বলা হচ্ছে ভয়েস আইসোলেশন (Voice Isolation) ফিচার। এর সাহায্যে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে ফেলতে পারবেন। আর সেটা করতে পারবেন কল চলাকালীনই। যেটা এই পরিস্থিতিতে খুবই সুবিধাজনক হবে সকলের জন্যই। 

এছাড়াও আসছে Spatial Audio। অ্যাপেল বলছে এই অডিওর সাহায্যে কথা বললে ঠিক যেন সামনাসামনি কনভারসেশন করছি এমনই ফিল হবে আমাদের। 

FaceTime এ এসে গেছে Grid View। যার ফলে পার্টিসিপেন্টস দের এক জায়গাতে খুব ভালোভাবে দেখতে পারবেন। এই Grid View যে একসাথে 6 জন পার্টিসিপেন্টস কে দেখাবে। যখন প্রয়োজন হবে তখন খুব সহজেই জুম করে নিতে পারবেন কোন পার্টিশপেন্টকে।

জেনে নিন : YouTube Music নিয়ে এল Replay Mix, মিউজিক লাভারদের খুবই ভালো লাগবে এই ফিচার

FaceTime-এ এসে গেছে Portrait Mode। যার ফলে খুব সহজে  ব্যাকগ্রাউন্ড ব্ল্যার করতে পারবেন FaceTime ব্যবহার করার সময়েই। নতুন আপডেটে FaceTime শুধুমাত্র আর Apple ডিভাইসে সীমাবদ্ধ থাকলো না। খুব সহজেই FaceTime লিংক তৈরি করা যাবে আর সেটিকে সহজেই শেয়ার করা যাবে সকলের সাথে। আর Android ও Windows ডিভাইস থেকেও সহজেই অংশগ্রহণ করে যাবে FaceTime কলে।

আপনি যদি ফেসটাইম ব্যবহার করেন তাহলে এই নতুন ফিচার গুলি খুবই সুবিধা প্রদান করবে।