খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে Vivo V21e 5G স্মার্টফোনটি, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, প্রাইস

vivo v21e 5g will be launched in india soon check its specifications price

ইতিমধ্যেই Tipster Ishan Agarwal জানিয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে Vivo V21e 5G স্মার্টফোনটি।  তবে ঠিক কবে আসছে সে সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যেই স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা কি কি জানতে পেরেছি স্মার্টফোনটি ব্যাপারে।

Vivo V21e 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স

ডিসপ্লের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.44-inch FHD+ AMOLED Display। প্রসেসর হিসাবে পেয়ে যাবেন MediaTek Dimensity 700। একই সাথে স্মার্টফোনটিতে থাকছে 64MP Primary Sensor এবং 8MP Secondary Wide-Angle Lens। এছাড়াও থাকছে 32MP Front Camera।

জেনে নিন : কিভাবে ফেসবুকে 3D ফটো আপলোড করবেন? Facebook 3D Photo গাইড

স্মার্টফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন 4,000mAh Battery। সাথে পাবেন 44W Fast Charging।8GB RAM এবং 128GB Storage রয়েছে এই স্মার্টফোনটি মধ্যে। 

Vivo V21e 5G স্মার্টফোনটির দাম

আমাদের দেশে এর আগে Vivo V21 5G স্মার্টফোনের দাম ছিল 29,990 টাকা। তাই মনে করা হচ্ছে এই স্মার্টফোনটির দাম হতে পারে এর কমেই।

ভারতের বাজারে ইতিমধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন লাঞ্চ হয়ে গেছে। লঞ্চ হয়ে গেছে Vivo Y73OnePlus Nord CE 5G স্মার্টফোনটিও। তারই মধ্যে স্যামসাং শুরু করে দিয়েছে We Care for You ইনিশিয়েটিভ। নিঃসন্দেহে ভারতের স্মার্টফোন বাজারে কম্পিটিশন আবার আগের অবস্থায় ফিরে আসতে চলেছে।