গতকালই সম্পন্ন হল অ্যাপেলের WWDC 2021। বহু প্রতীক্ষিত এই ইভেন্ট কাল শুরু হয়েছিল ভারতীয় রাত 10:30 থেকে। আপেল তাদের ডিভাইসগুলোর সফটওয়্যার রিলেটেড দারুন সব ঘোষণা করেছে। চলুন দেখে নেওয়া যাক iPadOS 15 বিষয়ে কোন কোন ঘোষণা করা হয়েছে।
iPadOS 15 এর মধ্যে কি কি সুবিধা পাবো আমরা?
প্রত্যাশামতোই অ্যাপেলের এই WWDC 2021 ইভেন্টে অ্যাপেল তাদের iPadOS 15 সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছে। এই প্যানডেমিক সিচুয়েশনে আইপ্যাডের ডিমান্ড প্রচন্ড রকম ভাবে বেশি। আর এই পরিস্থিতিতে iPadOS 15 এরমধ্যে দারুন সব ইন্টারেস্টিং ফিচারস ইনক্লুড করেছে অ্যাপেল।
তার মধ্যে প্রথমেই বলতে হয় মাল্টিটাস্কিং (Multitasking) এর কথা। অ্যাপেল জানাচ্ছে এবার থেকে আইপ্যাড এর মধ্যে মাল্টিটাস্কিং এর জন্য অনেক সুবিধাজনক ফিচার ইনক্লুড করছে তারা। খুব সুন্দর ভাবে মাল্টিটাস্কিং করা যাবে অ্যাপ লাইব্রেরির (App Library) মধ্যেও। থাকবে নতুন মাল্টিটাস্কিং মেনু (Multitasking Menu)। যার মধ্যে খুব দ্রুততার সাথে বিভিন্ন অ্যাপ্লিকেশন কে সুইচ করা যাবে।
এই পরিস্থিতে আইপ্যাড আমরা অত্যধিক রকমভাবে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করছি। Apple জানাচ্ছে iPadOS 15 এ তারা নিয়ে আসছে Spatial Audio এর সুবিধা। এই অডিও আমাদের আরও প্রাণবন্ত সাউন্ড শুনতে সাহায্য করবে। প্রয়োজনমতো আমরা প্রয়োজনীয় সাউন্ড আমাদের ভিডিও মিটিং বা অন্যান্য কাজে ইনক্লুড করতেও পারবো। আর তারই সাথে অপ্রয়োজনীয় সাউন্ড এই ফিচারের সাহায্যে ইগনোর করেও দিতে পারবো।
আপেল নিয়ে আসছে SharePlay ফিচার। যার সাহায্যে গ্রুপ ভিডিও কল অডিও কল চলাকালীন খুব সহজেই আমরা নানান অডিও-ভিডিও শেয়ার করতে পারব। এমনকি লোকেশন শেয়ার করতে পারবো ভিডিও কল পার্টিসিপেন্টদের সাথে। তার সাথে করা যাবে নানান ইন্টারেক্টিভ ক্রিয়াকলাপও।
আর তারপরে যে গুরুত্বপূর্ণ ফিচারটি iPadOS 15 এ আসছে তা অ্যাপেলের প্রাইভেসি (Privacy) সংক্রান্ত। অ্যাপেলের প্রাইভেসি নিয়ে আর কোন কিছুই বিস্তারিতভাবে বলার নেই। প্রচণ্ড রকম গুরুত্ব দেয় প্রাইভেসী বিষয়টিকে অ্যাপেল। এবার ট্র্যাকার থেকে সাফারি ব্রাউজার (Safari Browser) আপনার আইপি এড্রেস হাইড করে দেবে। ইউজাররা দেখতে পারবেন আপনার পারমিশন কোন কোন এপ্লিকেশন পার্টিকুলারলি ব্যবহার করছে।
আর তারই সাথে গত সাত দিনের মধ্যে কোন কোন ডোমেইন এর সাথে আপনার আইপি এড্রেস সংযোগ স্থাপন করেছে সেটাও দেখতে পারা যাবে এই ফিচারের সাহায্যে। নিয়ে আসা হয়েছে নতুন ইমেইল প্রাইভেসি প্রটেকশন ফিচারও। যেটা ইনভিসিবেল পিক্সএল ট্রাকিং থেকেও প্রটেক্ট করবে। অর্থাৎ আপনাকে যিনি ইমেইল পাঠিয়েছেন তিনি বুঝতেই পারবেন না আপনার ইমেইল ওপেন করা হয়েছে না ওপেন করা হয়নি।
iPadOS 15 এবার আপেল নিয়ে আসছে অ্যাপ লাইব্রেরী (App Library) সুবিধাও। ফলে হোমস্ক্রীন কে আপনি আরো প্রডাক্টিভ ওয়েতে ডেকোরেট করে রাখতে পারবেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকবেনা আর আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি। এই App Library আপনার হোমস্ক্রীন কে আরও সুন্দর, প্রডাক্টিভ এবং ready-to-use করে তুলবে।
থাকবে QuickNote অপশনও। যেটা আপনি যেকোন ওয়েবপেজ থেকে শুরু করে আই মেসেজ, যেকোনো জায়গাতে এটাচ করে রাখতে পারবেন। এবং যখন ইচ্ছা তখনই আপনি এই কুইক নোট অ্যাক্সেস করতে পারবেন।
আসছে নোটিফিকেশন কন্ট্রোল (Notification Control) করার সুবিধাও। যার ফলে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনার নোটিফিকেশনকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। মনে করুন আপনি এখন কাজ করছেন। তাহলে সেই অনুযায়ী কোন কোন নোটিফিকেশন আপনি পেতে চান সেটাও ঠিক করে নিতে পারবেন। সেটা আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজে ফোকাসড থাকতে সাহায্য করবে।
এছাড়া রয়েছে ফেসটাইম লিংকের (Facetime Link) সুবিধা। আপনার কোন FaceTime কলের এবার আপনি লিঙ্ক তৈরি করে ফেলতে পারবেন। সেই লিংকটা কে শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অন্য যে কোন মাধ্যমে।
আপনার প্রিয়জনরা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারবেন আপনার ভিডিও কলে। এমনকি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকেও খুব সহজেই ওয়েব ব্রাউজার কলিং এর মাধ্যমে এই সুবিধা উপলব্ধ করা যাবে। আর আপনি তো জানেনই ভিডিও Face Time এর ভিডিও কলিং ফিচার রয়েছে প্রথম থেকেই এন্ড টু এন্ড এনক্রিপটেড।
এছাড়াও ট্রান্সলেট অ্যাপ্লিকেশন কে iPadOS15 এর মধ্যে নিয়ে আসছে অ্যাপেল। নিঃসন্দেহে এই সমস্ত ফিচারগুলো আরও অনেক সুবিধা প্রদান করবে আইপ্যাড ইউজারদের।